• লা লিগা
  • " />

     

    আরও এক ম্যাচ নিষিদ্ধ রামোস

    আরও এক ম্যাচ নিষিদ্ধ রামোস    

    চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলর প্রথম লেগে আয়াক্সের বিপক্ষে হলুদ কার্ড দেখে এমনিতেই দ্বিতীয় লেগ মিস করতেন সার্জিও রামোস। কিন্তু কার্ডটা ইচ্ছা করেই দেখার দায়ে এবার আরও এক ম্যাচ নিষিদ্ধ হতে হচ্ছে রিয়াল মাদ্রিদের অধিনায়ককে। আয়াক্সের বিপক্ষে দ্বিতীয় লেগের মতো তাই দল কোয়ার্টার ফাইনালে উঠলেও প্রথম লেগ দলে থাকবেন না রামোস। 

    আমস্টারডামে আয়াক্সের বিপক্ষে প্রথম লেগে ৯০ মিনিটে যেচেই হলুদ কার্ড দেখেছিলেন রামোস। তাতে সব মিলিয়ে টুর্নামেন্টে তার হলুদ কার্ডের সংখ্যা হয়েছিল ৩, অর্থাৎ একটি ম্যাচ নিষিদ্ধ হতেন তিনি। ম্যাচ শেষে ইচ্ছে করে হলুদ কার্ড দেখার কথা স্বীকার করেছিলেন নিজেও। পরে ইউয়েফা সেই দায়ে তাকে আরও ম্যাচ নিষিদ্ধ করল।ইউয়েফার সিদ্ধান্তে বলা হয়েছে হলুদ কার্ডের জন্য রামোস দুই ম্যাচ নিষিদ্ধা করা হলো, এই দুই ম্যাচের মধ্যে একটি তিন হলুদ কার্ডের জন্য।  

    আয়াক্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক পা আগে থেকেই দিয়ে রেখেছে সান্তি সোলারির দল। ওই মায়চে মাদ্রিদ জিতেছিল ২-১ গোলে। পরের লেগেও ফেভারিট তারাই।