বার্নাব্যুতে মেসির জ্বলে ওঠার অপেক্ষায় ভালভার্দে
এল ক্লাসিকোর সবচেয়ে সফল ফুটবলার তিনিই। তিনদিন আগের কোপা ডেল রের সেমিতে অবশ্য নিজের ছায়া হয়েই ছিলেন লিওনেল মেসি। মেসি জ্বলে না উঠলেও লুইস সুয়ারেজের জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সা। আজ লা লিগার ক্লাসিকোতে বার্নাব্যুতে লড়বে দুই দল। কোপার ক্লাসিকোতে চিরচেনা সেই মেসিকে খুঁজে না পাওয়া গেলেও আজকের ম্যাচে বার্সার আক্রমণের নেতৃত্বে মেসিকেই দেখতে চান কোচ এরনেস্তো ভালভার্দে।
সব টুর্নামেন্ট মিলিয়ে ক্লাসিকোতে রেকর্ড ২৬ বার বল জালে জড়িয়েছেন মেসি। এই মৌসুমে এখন পর্যন্ত মেসির গোল ৩৩ টি। কোপার সেমির দ্বিতীয় লেগে খুব বেশি কিছু করতে পারেননি এই আর্জেন্টাইন। মেসির নিষ্প্রভ থাকার দিনে অবশ্য জ্বলে উঠেছিলেন গত কয়েক সপ্তাহে নিজেকে হারিয়ে খোঁজা সুয়ারেজ, বার্সাও রিয়াল বাধা পেরিয়ে পৌঁছে গেছে টানা ষষ্ঠ কোপার ফাইনালে।
কোপার সেমিতে মেসি নিষ্প্রভ থাকলেও আজকে তাকে জ্বলে উঠতে দেখতে চান ভালভার্দে, ‘আমরা সবাই মেসির থেকে আরও অনেক বেশি কিছু চাই। সে সব ম্যাচেই ভালো খেলে। যে ম্যাচে একটু কম ভালো খেলে সেখানেও সে অন্যদের চেয়ে খুব একটা খারাপ করে না! তবে ক্লাসিকোর মতো ম্যাচে আমরা তাঁর চিরচেনা রূপটাই দেখতে চাই। আগের ম্যাচে গোল না পেলেও এই ক্লাসিকোতে সে গোল করবে ও বার্সা জিতবে, এটাই সবার প্রত্যাশা।’
লিগের শীর্ষে থাকা বার্সার চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল পিছিয়ে আছে নয় পয়েন্ট। আজ জিতলে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে যাবে বার্সা। তবে ভালভার্দে মানছেন, আজ জিতলেই নিশ্চিত হবে না লিগ শিরোপা, ‘এক সপ্তাহে একটা দলকে দুইবার হারানো কঠিন। আর দলটা যখন রিয়াল তখন সেটা আরো কঠিন। তাদের চেয়ে নয় পয়েন্ট এগিয়ে আছি আমরা। অনেকে বলছেন, এই ম্যাচটা জিতলেই নাকি আমাদের শিরোপা নিশ্চিত হবে। এটা আমি মানতে নারাজ। এখনো লিগের অনেকটা বাকি। প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা ক্লাসিকোর পাশাপাশি অন্য ম্যাচেও জয় চাই।’
আজকের জয়ে হয়ত বার্সেলোনার শিরোপা নিশ্চিত হবে না। কিন্তু আজ রিয়াল হারলে সার্জিও রামোসদের এবারের শিরোপা স্বপ্ন মোটামুটি শেষ হয়ে যাবে।