• লা লিগা
  • " />

     

    ৮৭ বছর পর ক্লাসিকোর শ্রেষ্ঠত্ব বার্সার

    ৮৭ বছর পর ক্লাসিকোর শ্রেষ্ঠত্ব বার্সার    



    দুই দলের রেষারেষি বহু পুরনো। ঐতিহাসিকভাবেই একে অন্যের শত্রু। এল ক্লাসিকোর দামামায় তাই স্পেনের মতো দুইভাগে বিভক্ত হয়ে যায় ফুটবলবিশ্বও। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা একে অপরের মুখোমুখি হয়েছে মোট ২৪২ বার। কোপা ডেল রে এর শেষ ক্লাসিকো জিতে বার্সা ফিরেছিল সমতায়। দুইদলের জয় ছিল ৯৫ টি করে। তিন দিনের মাথায় আরেক ক্লাসিকো জিতে বার্সা হেড টু হেডের রেকর্ডটা নিজেদের পক্ষে নিয়ে গেছে। ৯৬ জয় নিয়ে বার্সাই এখন এল ক্লাসিকোর রাজা। 

     

     


    এই রেকর্ডটা নিজেদের করতে বার্সাকে অপেক্ষা করতে হয়েছে ৮৭ বছর। ১১৭ বছরের এল ক্লাসিকোর ইতিহাসে এতোদিন পিছিয়েই ছিল কাতালান ক্লাবটি। অবশেষে সান্তিয়াগো বার্নাব্যুতে আরেকটি জয় দিয়েই মাদ্রিদকে ছাড়িয়ে গেল বার্সা। 

    ইভান রাকিটিচের একমাত্র গোলে হেরেছে লস ব্লাংকোরা। বার্নাব্যুতে গত কয়েক বছর ধরে লিগে বার্সার বিপক্ষে জেতাই হচ্ছে না মাদ্রিদের। সবশেষ ২০১৪-১৫ মৌসুমে নিজেদের মাঠে লা লিগার ম্যাচে বার্সাকে হারিয়েছিলেন রামোসরা।