মেসির মুখে রক্ত এসে গিয়েছিল: পিকে
এল ক্লাসিকো হবে, আর বিতর্ক থাকবে না তা কি হয়? বার্নাব্যুর ক্লাসিকো শেষ হলেও লিওনেল মেসিকে করা সার্জিও রামোসের সেই ফাউল নিয়ে আলোচনা চলছেই। ম্যাচের পর বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে বলছেন, রামোসের ফাউলে মেসির মুখে রক্ত এসে গিয়েছিল!
প্রথমার্ধের ঠিক আগে বল দখলের লড়াইয়ে ব্যস্ত ছিলেন রামোস-মেসি। এক পর্যায়ে রামোসের হাত মেসির মুখে লাগে। সাথে সাথেই মাটিতে পড়ে যান মেসি। এরপরই দুজনের মাঝে শুরু হয় তর্ক, সেটা চলেছে বেশ কিছুক্ষণ। এমনকি রামোস-মেসির মাথা ঠোকাঠুকিও হয়েছে!
মেসি-রামোস তর্ক থামিয়েছেন সতীর্থরা। পিকে জানিয়েছেন, রামোসের হাতের আঘাতে মেসির মুখে রক্ত জমা হয়েছিল, ‘রামোসের ফাউলটা খুবই আগ্রাসী ছিল। মেসির মুখে তো রক্ত চলে এসেছিল! এতে মেসি ও বার্সার সবাই ক্ষুব্ধ ছিল।’
তবে রামোস বলছেন, কখনোই তিনি মেসির মুখে আঘাত করতে চাননি, ‘ফুটবলে এরকম হয়। বল দখল করতে গেলে শরীরে লাগতেই পারে। আমি তার মুখে ইচ্ছা করে আঘাত করিনি। সে নিজেই এটাকে একটু বেশি ভেবে মাটিতে পড়ে ছিল।’
শেষ হাসি অবশ্য হেসেছেন মেসিই। রিয়ালকে তাদের মাঠে হারিয়েই ঘরে ফিরেছে কাতালানরা।