• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    পাকিস্তানকে 'একঘরে' করবে না আইসিসি

    পাকিস্তানকে 'একঘরে' করবে না আইসিসি    

    বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটা আদৌ হবে কিনা, সেটা এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য শুধু ম্যাচ বয়কটের মাঝেই সীমাবদ্ধ থাকতে চাইছিল না। আইসিসিকে দেওয়া এক চিঠিতে তাঁরা দাবি জানিয়েছিল, পাকিস্তানকে যেন ক্রিকেটবিশ্ব ‘একঘরে’ করে রাখে। তাদের এই অনুরোধ অবশ্য রাখেনি আইসিসি। আইসিসির পক্ষ থেকে বিসিসিআইকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কাউকে একঘরে করতে চান না তাঁরা।

     

     

    বিসিসিআইয়ের পরিচালনা পরিষদের প্রধান বিনোদ রায় গত সপ্তাহে জানিয়েছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বলবেন তাঁরা। একটা সময় দক্ষিণ আফ্রিকা যেমন ২২ বছর নিষিদ্ধ ছিল, পাকিস্তানকেও সেভাবে নিষিদ্ধ করার দাবি তোলে ভারত।   

    ইএসপিএন ক্রিকইনফো বলছে, গতকাল আইসিসির বৈঠকের শেষের দিকে ভারতের এই প্রস্তাব নিয়ে কথা বলেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। তিনি বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি অমিতাভ চৌধুরীকে সাফ জানিয়ে দেন, পাকিস্তানকে একঘরে করে রাখার প্রস্তাব কিছুতেই মানবে না আইসিসি। ভারতের দৃষ্টিতে পাকিস্তান যতই 'বিদ্বেষমূলক' দেশ হোক না কেনো, তাদের সবকিছু থেকে বয়কট করাটা আইসিসির দায়িত্ব না। এই সময় উপস্থিত পিসিবির চেয়ারম্যান এহসান মনি আইসিসিকে ধন্যবাদও জানিয়েছেন। 

    এদিকে এহসান মনি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। দুটি টুর্নামেন্টই ভারতের হওয়ার কথা রয়েছে। মনির মতে, ভারত-পাকিস্তানের মাঝে যে দ্বন্দ্ব, তাতে পাকিস্তানের ক্রিকেটাররা ভারতে একদমই নিরাপদ নন। এমনকি পাকিস্তানের সবাই ভারতে যাওয়ার ভিসা পাবেন কিনা, সেটা নিয়েও সন্দেহ তার। আইসিসির কাছে মনি আবেদন করেছেন, এই ব্যাপারটি নিয়ে যেন তাঁরা বিশেষভাবে ভেবে দেখে।