• লা লিগা
  • " />

     

    পগবাকে ভুলতে পারছেন না মরিনহো

    পগবাকে ভুলতে পারছেন না মরিনহো    

    বিইন স্পোর্টসে এল ক্লাসিকোর পান্ডিত হয়ে এসেছিলেন হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদ ১-০ গোলে ঘরের মাঠে হেরেছে বার্সেলোনার কাছে। একমাত্র গোলটি করেছেন ইভান রাকিটিচ। ম্যাচ শেষে রাকিটিচের আলাদা করে প্রশংসা করেছেন মরিনহো। কিন্তু সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার এখনও ভুলতে পারেননি পল পগবাকে। রাকিটিচের প্রশংসা করতে গিয়ে পগবাকে খোঁচা দিয়েছেন মরিনহো। 

    ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার থাকার সময় পগবার সঙ্গে তার শীতল সম্পর্ক নিয়ে খবর হত প্রতিদিনই। অনুশীলনেও দুইজন ঝামেলা বাঁধিয়ে ফেলেছিলেন। পরে পগবা হারিয়েছেন ক্লাবের সহ অধিনায়কের পদও। মূলত সোশ্যাল মিডিয়ায় পগবার আচরণ নিয়েই সমস্যা ছিল মরিনহোর। 

    ক্লাসিকো শেষে রাকিটিচের প্রশংসা করতে গিয়ে পগবাকে টেনে এনেছিলেন মরিনহো। তার মতে বিশ্বের সবচেয়ে 'আন্ডাররেটেড' ফুটবলার রাকিটিচ, "রাকিটিচ দারুণ খেলোয়াড়। মেসিকে স্বাধীনতা দিতে ডানদিক দিয়ে সে সব রক্ষণের কাজটা করে। মাইলের পর মাইল দৌড়ে বেড়ায়। বল পজেশন থাকলে সে আরও ভালো খেলোয়াড়। সাধারণ কিন্তু কাজের কাজটা ওই করে। ও যে মাপের খেলোয়াড় সে অনুযায়ী ওর মূল্যায়ন হয় না" 

    মূল্যায়ন কেন হয় না, সেটা বলতে গিয়েই মজাটা করেছেন মরিনহো। "আমরা সাধারণত অনেক বড় বড় খেলোয়াড়দের নিয়ে আলোচনা করি। আমার মনে হয় রাকিটিচের ইনস্টাগ্রাম প্রোফাইলটা ও নিজে ভালো মতো চালাতে পারে না। কারণ এই যুগে আসলে এসব খুবই গুরুত্বপূর্ণ। ও মাঠে ভালো খেললেও, এসব ব্যাপারে মনে হয় উদাসীন!"

    লস ব্ল্যাংকোদের সাবেক ম্যানেজার ম্যাচ শেষে বার্সার প্রশংসাও করেছেন। তবে বলেছেন বার্সা সেই আগের সুন্দর  ফুটবলটা খেলতে পারছে না। কিন্তু এই ফুটবলটাই চ্যাম্পিয়নস লিগে বড় দলগুলোর বিপক্ষে কাজে দেবে বলে মনে করেন তিনি, "আমি সমালোচনা করছি না। কিন্তু বার্সা আসলে অসাধারণ মাপের খেলছে না। তাঁরা রক্ষণে খুবই শক্ত, তাদের ভাঙা কঠিন। তাঁরা জানে কীভাবে ডিফেন্স করতে হয় আর কীভাবে রক্ষণে দূর্গ গড়তে হয়।" 

    "লোকে বার্সাকে যেমন সুন্দর ফুবটল খেলতে দেখে অভ্যস্ত এই দলটা তেমন খেলছে না। তবে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে আপনি যখন ভালো দলগুলোর বিপক্ষে খেলেন, তখন এ ধরণের খেলা খুবই কাজে দেয়।"