• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    "রামোস না থাকায় মানসিকভাবে দুর্বল থাকবে রিয়াল"

    "রামোস না থাকায় মানসিকভাবে দুর্বল থাকবে রিয়াল"    

    কোয়ার্টার ফাইনালে যেন নির্বিঘ্নেই খেলতে পারেন, আয়াক্সের বিপক্ষে প্রথম লেগে তাই ইচ্ছা করেই হলুদ কার্ড দেখেছিলেন তিনি। সার্জিও রামোস অবশ্য এই স্বেচ্ছায় কার্ড দেখে ফেঁসে গেছেন, দ্বিতীয় লেগ তো বটেই, তিনি খেলতে পারবেন না কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও। রাতে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে আয়াক্স। আয়াক্স কোচ এরিক হাগ বলছেন, এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক রামোস না থাকায় কিছুটা দুর্বল হয়ে পড়বে রিয়াল।

    ঘরের মাঠে রিয়ালের কাছে ২-১ গোলে হেরেছে আয়াক্স। দুটি অ্যাওয়ে গোল নিয়ে ফেরায় কোয়ার্টারের পথে একধাপ এগিয়ে আছে রিয়াল। তবে বার্নাব্যুতে টানা দুই ক্লাসিকো হেরে কিছুটা চাপের মাঝেই আছে সোলারির দল। সাথে যোগ হয়েছে রামোসের মতো অভিজ্ঞ ফুটবলারের নিষেধাজ্ঞা।

    রামোস না থাকলেও খুব একটা সমস্যা হবে না, সোলারির এমন মন্তব্যের সাথে একমত নন আয়াক্স কোচ হাগ, ‘রামোস দুর্দান্ত একজন ডিফেন্ডার। তিনি রিয়ালের ‘বস’। শুধু কৌশলগত দিক দিয়ে নয়, মানসিকভাবেও এটা রিয়ালকে কিছুটা দুর্বল করবে। মাঠেও এটার প্রভাব নিশ্চিতভাবেই পড়বে। রামোস থাকলে যতটা ভালো খেলত তাঁরা, এখন সেটা হবে না।’

    ২-১ গোলে পিছিয়ে থেকে আজ মাঠে নামবে আয়াক্স। প্রতিপক্ষ যখন হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল, তখন কাজটা আরো বেশি কঠিনই। তবে প্রতিপক্ষকে নিয়ে মাথা ঘামাচ্ছেন না হাগ, ‘প্রতিপক্ষ কে সেটা নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য একটাই, গোল করা। এই মৌসুমে রিয়ালের লক্ষ্য এখন চ্যাম্পিয়নস লিগই, তাই তাঁরা মরিয়া হয়েই খেলবে। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি, কোয়ার্টারে ওঠাটা অসম্ভব কিছু না!’

    আয়াক্স কি পারবে বার্নাব্যুকে স্তব্ধ করে কোয়ার্টারে যেতে?