• লা লিগা
  • " />

     

    "আর্জেন্টিনা মেসির সেরাটা বের করে নিতে পারে না"

    "আর্জেন্টিনা মেসির সেরাটা বের করে নিতে পারে না"    

    ‘অভিযোগটা’ বহু পুরনো। বার্সেলোনার হয়ে অপ্রতিরোধ্য লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে যেন নিজেকে হারিয়ে খোঁজেন। ক্লাবের হয়ে বহু ট্রফি জিতলেও জাতীয় দলের হয়ে এখনো বড় কোন আন্তর্জাতিক শিরোপা জিততে পারেননি মেসি। মেসির জাতীয় দলের সতীর্থ নিকোলাস টালিয়াফিকো স্বীকার করে নিলেন, আর্জেন্টিনাই মেসির সেরাটা বের করে নেওয়ার ক্ষেত্র তৈরি করতে পারে না।

     

     

    এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলে প্রতিবারই খালি হাতে ফিরেছেন মেসি। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল ও টানা দুইবার কোপা আমেরিকার ফাইনালে উঠলেও শিরোপাটা অধরাই রয়ে গেছে তার। ৬৫ গোল করে আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতার পর থেকে জাতীয় দল থেকে স্বেচ্ছায় দূরে আছেন। কবে আকাশী নীল জার্সিতে ফিরবেন, সেটাও নিশ্চিত করতে পারছেন না কেউই।

    বার্সেলোনার মতো মেসিকে সাহায্য করতে পারেন না আর্জেন্টিনা সতীর্থরা, টালিয়াফিকোর সরল স্বীকারোক্তি, ‘সত্যি বলতে আমরা এখনো ওই খেলার ধরনটা বের করতে পারিনি যেটা লিওকে সাহায্য করবে। সে বিশ্বের সেরা ফুটবলার। অথচ আমরা সেটার সুবিধা কখনোই নিতে পারি না! আমাদের এমন কৌশল কিংবা কোচ দরকার যিনি আমাদের মাঝে এই জিনিসটা আনবেন। মেসি দলে থাকার পরেও যদি আমরা শিরোপা না জিতি, সেটা খুবই দুঃখজনক ব্যাপার।’

    ক্লাব ও জাতীয় দলের হয়ে শিরোপা জেতা যে এক নয়, সেটাও মনে করিয়ে দিলেন টালিয়াফিকো, ‘১৫ বছর ধরে একটা ক্লাবে খেলা মানে আপনি সেখানকার সবকিছুই জানবেন। জাতীয় দলে সবসময়ই পরিস্থিতি বদলাতে থাকে। সেটা প্রেসিডেন্ট বদলে যাওয়া কিংবা কোচ বদলে যাওয়া যেটাই হোক না কেন। প্রতিবার নতুন করে সবকিছু সাজানোটা সহজ কাজ না। লিওর জাতীয় দলের হয়ে 'শিরোপাভাগ্য' নেই। তিনটি ফাইনালে উঠেও সে জিততে পারেনি। এসব নিয়ে আর্জেন্টিনা পরবর্তীতে ভাবে না, কিন্তু বার্সা ভাবে। এজন্যই তাঁরা মেসিকে নিয়ে সাফল্য পাচ্ছে।’