রিয়াল সমর্থকদের দুয়োতে ক্ষুব্ধ বেলের এজেন্ট
রিয়াল মাদ্রিদের মতো তার সময়টাও ভালো যাচ্ছে না। সপ্তাহের শুরুতে বার্নাব্যুর ক্লাসিকোতে নির্ধারিত সময়ের অনেক আগেই উঠিয়ে নেওয়া হয়েছিল নিজের ছায়া হয়ে থাকা গ্যারেথ বেলকে। বার্নাব্যুর দর্শকের একাংশ তাকে পুরোটা সময় জুড়েই দুয়ো দিয়েছে। নিজ ক্লাবের সমর্থকদের এমন আচরণে বেল মুখ না খুললেও রীতিমত ক্ষুব্ধ তার এজেন্ট জনাথন বার্নেট। বার্নেট বলছেন, রিয়ালে বেলের যে অবদান, এটার জন্য সমর্থকদের তার পায়ে চুমু খাওয়া উচিত!
২০১৩ সালে ৮৫ মিলিয়ন পাউন্ডে টটেনহাম ছেড়ে রিয়ালে এসেছিলেন বেল। এরপর জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ ও একটি লা লিগা। এই মৌসুমে ৩৩ ম্যাচে এখন পর্যন্ত করেছেন ১৩ গোল। ইনজুরি কাটিয়ে দলে ফেরার পর কিছুটা বিবর্ণই লাগছে বেলকে। বার্সেলোনার বিপক্ষে লা লিগার ক্লাসিকোতে এক ঘণ্টা মাঠে থেকে মাত্র বিশবার বল ছুঁতে পেরেছেন। ৬১ মিনিটে তাকে তুলে নেন সোলারি। রিয়ালের সমর্থকরা এই সময় তাকে দুয়ো দিয়েই বিদায় দিয়েছে।
বেলকে দুয়ো দেওয়ায় ভীষণ চটেছেন বার্নেট, ‘বেলের গোল নিয়ে আরো বহু যুগ রিয়াল মাদ্রিদের সমর্থকরা আলোচনা করবে। তাদের তো লজ্জা পাওয়া দরকার। তাদের উচিত বেলের পায়ে চুমু খাওয়া! বেলকে সবার সম্মান করা উচিত। যেভাবে রিয়াল সমর্থকরা তার সাথে বাজে ব্যবহার করেছে, সেটা একদমই কাম্য নয়। স্পেনে ছয় বছর ধরে খেলছে সে, সব ট্রফিই জেতা হয়ে গেছে। সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।’
রিয়ালের সাথে ২০২২ সাল পর্যন্ত চুক্তি আছে বেলের। তবুও গুঞ্জন উঠেছে, খুব তাড়াতাড়িই রিয়াল ছাড়তে পারেন তিনি। বার্নেট এসব গুঞ্জনকে একেবারেই উড়িয়ে দিলেন, ‘মিডিয়া যাই বলুক, সে রিয়ালে সুখেই আছেন। কারো সাথে কোন দ্বন্দ্ব নেই তার। যারা এসব লিখছে তাঁরা আসলে কিছু জানে না। এসব পড়তে পড়তে আসলে বেল ও আমি খুবই বিরক্ত।’