• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রিয়ালের বিদায়ে ভাঙল যত রেকর্ড

    রিয়ালের বিদায়ে ভাঙল যত রেকর্ড    

    ‘অবিশ্বাস্য’ শব্দটাও হয়ত কম হব। গতকাল বার্নাব্যু থেকে যে এরকম জয় নিয়ে ফিরবে আয়াক্স, সেটা হয়ত কেউ কল্পনাই করেননি! প্রথম লেগে ২-১ গোলে হারলেও রিয়াল মাদ্রিদকে তাদের মাঠেই ৪-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আয়াক্স। গত তিনবারের চ্যাম্পিয়ন রিয়ালের এমন বিদায়ে ভেঙেছে বেশ কিছু রেকর্ডও।

     

     

    ২০০৯-১০ মৌসুমের পর এই প্রথমবার চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিল রিয়াল মাদ্রিদ। ২০১২-১৩ মৌসুমের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই। সাত বছর পর প্রথম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হলো রিয়াল।

    ৪-১

    কাল বার্নাব্যুতে আয়াক্সের কাছে ৪-১ গোলে হেরেছে রিয়াল। ইউরোপিয়ান টুর্নামেন্টের নকআউট পর্বে ঘরের মাঠে এটাই রিয়ালের সবচেয়ে বড় হার।

    ১৭

    ২০০২-০৩ মৌসুমের পর এবারই প্রথম নকআউট পর্বে উঠেছিল আয়াক্স। ১৭ বছর আগের সেই মৌসুমের মতো এবারো কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো তারা।

    ৩ 

    কালকের হারে এই নিয়ে বার্নাব্যুতে টানা চার ম্যাচ হারল রিয়াল। নিজেদের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বারের মতো ঘরের মাঠে টানা চার হারের স্বাদ পেতে হলো তাদের। শেষ দুইবার এমনটা ঘটেছিল ১৯৯৫ ও ২০০৪ সালে।

    বার্নাব্যুতে এসে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চার গোল করা তৃতীয় দল হচ্ছে আয়াক্স। ২০০০ সালে এই স্টেডিয়ামে বায়ার্ন ৪-২ গোলে হারিয়েছিল রিয়ালকে। ২০১৫ সালে শালকে এসে ৪-৩ গোলের গোল নিয়ে ফিরেছিল বার্নাব্যু থেকে।

    ২ 

    প্রথম লেগে হেরেও রিয়ালকে ইউরোপিয়ান টুর্নামেন্টের নকআউট পর্ব থেকে বিদায় করে দেওয়া দ্বিতীয় দল হলো আয়াক্স। এর আগে ১৯৯৪-৯৫ মৌসুমের ইউয়েফা কাপে এটা করেছিল অডেনসে বোল্ডক্লুব।