• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    "এমন জয় কল্পনাতেও ভাবেনি আয়াক্স"

    "এমন জয় কল্পনাতেও ভাবেনি আয়াক্স"    

    কাজটা যে খুব কঠিন হবে, জানতেন তিনিও। দ্বিতীয় লেগের আগে আয়াক্স কোচ এরিক টেন হাগ অবশ্য বলেছিলেন, ‘রূপকথার গল্পে’ বিশ্বাস না করলে এতদূর আসতে পারতেন না। বার্নাব্যুতে কাল আয়াক্স জন্ম দিল আরেকটি রূপকথার। রিয়ালকে তাদের মাঠে ৪-১ গোলে হারিয়েই ১৭ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ডাচ ক্লাবটি। হাগ বলছেন, এমন জয়ের ব্যাপারে কল্পনাতেও ভাবেননি তাঁরা।

     

     

    প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ গোলে হেরেছিল আয়াক্স। দুটি অ্যাওয়ে গোলে কোয়ার্টারে এক পা দিয়ে রেখেছিল রিয়াল। তবে সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে রিয়ালের বাজে ফর্ম কিছুটা হলেও আশা যোগাচ্ছিল আয়াক্সকে। সাথে যোগ হয়েছিল অভিজ্ঞ সার্জিও রামোসের নিষেধাজ্ঞা। হাগ ম্যাচের আগেই বলেছিলেন, রামোস না থাকলে রিয়াল অনেকটাই দুর্বল হয়ে পড়বে।

    শেষ পর্যন্ত হয়েছে সেটাই। চারবার রিয়ালের জালে বল জড়িয়েছেন আয়াক্সের ফুটবলাররা। এমন জয়ে রিয়ালকে বিদায় করবে আয়াক্স, ভাবেননি হাগ, ‘এটা ঐতিহাসিক একটা জয়। কেউ তো ভাবতেই পারেনি আমরা এভাবে জিতে কোয়ার্টারে যাবো! আজকে সবাই দারুণ খেলেছে। শুরু থেকেই রিয়ালকে চেপে ধরেছি আমরা। তাদের স্বাভাবিক খেলাটা খেলতে দেইনি। এই জয়টা আয়াক্স ও ডাচ ফুটবলের জন্য বড় একটা পাওয়া।’

    ১৭ বছর পর কোয়ার্টারে উঠেছে আয়াক্স। হাগের দৃষ্টি এখনো আরো বড় কিছু অর্জনের, ‘প্রথমে আমরা এই মুহূর্তটা উপভোগ করতে চাই। এখনো তিনটি শিরোপা জেতার সুযোগ আছে আমাদের! তবে এটার জন্য মৌসুমের শেষ পর্যন্ত ভালো খেলতে হবে। দলের সবাই যদি এভাবেই খেলতে থাকে, এবার ভালো কিছুই অপেক্ষা করছে আয়াক্সের জন্য।’

    আয়াক্স কি পারবে আরও রূপকথার জন্ম দিতে?