• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    অতিরিক্ত সময়ের গোলে রোমাকে বিদায় করে দিল পোর্তো

    অতিরিক্ত সময়ের গোলে রোমাকে বিদায় করে দিল পোর্তো    

    দুই দলই তখন ট্রাইবেকারের প্রস্তুতি নিচ্ছে। অতিরিক্ত সময়ের খেলার বাকি মাত্র পাঁচ মিনিট। ঠিক ওই মুহূর্তেই বক্সের ভেতর ফার্নান্দোকে ফেলে দিলেন আলেসান্দ্রো ফ্লোরেনজি। দুই মিনিট ধরে ভিএআরের সাহায্য নিয়েও শেষে পেনাল্টির সিদ্ধান্তে বহাল থাকলেন রেফারি। সেই পেনাল্টি থেকে গোল করেই পোর্তোকে দারুণ এক জয় এনে দিলেন অ্যালেক্স টেলেস। কালকের ম্যাচে ৩-১ ও দুই লেগ মিলিয়ে রোমাকে ৪-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো পোর্তো।

     

     

    প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ গোলে জিতলেও পোর্তোর অ্যাওয়ে গোল নিয়ে দুশ্চিন্তাটা রয়েই গিয়েছিল রোমার। সেটাকে আরো বাড়িয়ে দিয়ে ঘরের মাঠে পোর্তো কাল এগিয়ে গিয়েছিল ২৬ মিনিটেই। মৌসা মারেগার বাড়ানো বলে গোল করেন টিকুইনহো সোয়ারেস। ৩৫ মিনিটে তাঁর দারুণ এক শট ঠেকিয়ে দেন রোমার গোলরক্ষক।

    ৩৬ মিনিটে পেনাল্টি পায় রোমা। ডিয়েগো পেরোত্তিকে বক্সের ভেতর ফাউল করেন এডের মিলিতাও। পেনাল্টি থেকে রোমাকে মহামূল্যবান অ্যাওয়ে গোল এনে দেন ড্যানিয়েল ডি রসি। দুই লেগ মিলিয়ে রোমা তখন ৩-২ ব্যবধানে এগিয়ে।

    ম্যাচে ফিরতে হলে গোল করতেই হতো পোর্তোকে। দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ নষ্ট করেন মারেগা। ৫২ মিনিটে অবশ্য তাকে আর আটকাতে পারেনি রোমা। কর্নার থেকে উড়ে আসা বলে ডান পায়ের শটে বল জালে জড়ান মারেগা। এই মৌসুমে এটি তাঁর ষষ্ঠ গোল, সমান সংখ্যক গোল আছে লিওনেল মেসি ও দুসান তাডিচেরও। নির্ধারিত সময়ের অন্তিম মুহূর্তে জয়সূচক গোল পেতে পারত পোর্তো, পেপের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

    অতিরিক্ত সময়ের প্রথম ২৫ মিনিটে কেউই তেমন সুযোগ তৈরি করতে পারেনি। ১১৫ মিনিটের মাথায় ভিএআরই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। ভিএআরের সাহায্যে পোর্তোকে পেনাল্টি দেন রেফারি। বাঁ পায়ের শটে সেই পেনাল্টি থেকে গোল করেই পোর্তোকে কোয়ার্টারে নিয়ে যান টেলেস। অতিরিক্ত উদযাপনের জন্য অবশ্য হলুদ কার্ডও দেখেছেন টেলেস, তবে ওই মুহূর্তে এসব কার মাথায় আসে!

    দুই লেগ মিলিয়ে শেষ পর্যন্ত ৪-৩ গোলে জিতেই কোয়ার্টারে গেলো পোর্তো। ১৯৮৬-৮৭ মৌসুমের পর এই প্রথমবার প্রথম লেগে হেরেও নকআউট পর্বের পরের রাউন্ডে পৌঁছে গেছে তারা। অন্যদিকে নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে টানা আট ম্যাচ হারল রোমা। গতবারের সেমিফাইনালিস্টরা তাই এবার বিদায় নীল দ্বিতীয় রাউন্ড থেকেই।