ক্ষমাই চাইলেন ইস্কো
সান্তিয়াগো সোলারি কোচ হয়ে আসার পর থেকে ইস্কোকে যেন ভুলেই গেছে রিয়াল। সেই অভিমান থেকেই আয়াক্সের বিপক্ষে ম্যাচের আগে দলীয় বাসে চড়ে সান্তিয়াগো বার্নাব্যুতে যেতে অসম্মতি জানিয়েছিলেন ইস্কো। ম্যাচ শেষে অবশ্য ভুল বুঝতে পেরেছেন তিনি। রিয়ালের স্কোয়াডের কাছে ক্ষমা চেয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার, জানিয়েছে মার্কা।
মৌসুমের শুরুর দিকে হুলেন লোপেতেগির অধীনে অবশ্য বেশ নিয়মিতই ছিলেন। কিন্তু সোলারির সাথে ব্যক্তিগত রেষারেষির কারণে বেশ কয়েকবারই শিরোনাম হয়েছেন ইস্কো। ম্যাচের সময় বদলি হিসেবে নামানোর উদ্দেশ্যে সোলারির গা গরমের নির্দেশ অমান্য করে বেঞ্চেই বসে ছিলেন ইস্কো, অভিযোগ উঠেছে এমনও। কিন্তু বিভীষিকাময় এক সপ্তাহ শেষে রিয়ালের স্কোয়াডের উদ্দেশ্যে কথা বলেছিলেন অধিনায়ক সার্জিও রামোস। এক পর্যায়ে ইস্কোকেও একহাত নিয়েছেন তিনি।
ইস্কোর এমন 'স্বার্থপর' চিন্তাভাবনার জোর সমালোচনা করেছেন রামোস। তার কারণে স্কোয়াডের ঐক্যে ব্যাঘাত ঘটছে, এমন অভিযোগও এনেছেন তিনি। শুরুর দিকে কিছুটা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেও রামোসের সামনে ধোপে টেকেননি ইস্কো। শেষ পর্যন্ত ক্ষমাই চেয়েছেন স্কোয়াডের সবার কাছে।
ইস্কোর সাথে রিয়ালে কোচদের সমস্যা অবশ্য নতুন কিছু নয়। কার্লো আনচেলত্তি, জিনেদিন জিদানদের সময়েও মূল একাদশে পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় অসন্তোষ জানিয়েছিলেন তিনি। আর এই মৌসুমে তো রিয়ালের 'ফরগটেন ম্যান'-ই বলা চলে তাকে। এক সপ্তাহের ব্যবধানে তিন টুর্নামেন্ট (লা লিগা, কোপা ডেল রে, চ্যাম্পিয়নস লিগ) থেকে বিদায় নেওয়ার পর ড্রেসিং রুমে এমন সমস্যা যেন রিয়ালের গোদের ওপর বিষফোঁড়া হয়েই দাঁড়িয়েছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি, এমনকি বার্সেলোনাও তাকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে।
শেষ পর্যন্ত রিয়ালে থাকবে ইস্কো?