বিশ্বকাপকে সামনে রেখে বিশ্রামে সরফরাজ
গত ছয় মাসে একটুও বিশ্রাম হয়নি তাদের। বিশ্বকাপের বাকি আর দুই মাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে তাই বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। অধিনায়ক সরফরাজ আহমেদসহ নিয়মিত একাদশের ছয়জনকে বিশ্রামে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। দলের নেতৃত্ব দেবেন শোয়েব মালিক।
সেপ্টেম্বরের এশিয়া কাপের পর আরব আমিরাতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে পাকিস্তান। এরপর প্রায় দুই মাস দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন তারা। সেই সিরিজ শেষ হওয়ার পরপরই পাকিস্তানের ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন পিএসএলে। বিশ্বকাপের আগে যেন অতিরিক্ত ক্লান্তি ভর না করে, ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাই বিশ্রাম দেওয়া হয়েছে সরফরাজসহ ছয়জনকে।
সরফরাজের পাশাপাশি এই সিরিজে খেলবেন না বাবর আজম, ফাখার জামান, হাসান আলি, শাদাব খান ও শাহিন আফ্রিদি। এছাড়াও ইনজুরির কারণে দলে নেই মোহাম্মদ হাফিজ ও হুসাইন তালাত। প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলছেন, বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই বিশ্রামের সিদ্ধান্ত, ‘বিশ্বকাপের সময় যেন কেউ ক্লান্ত হয়ে না পড়ে, এজন্যই এই সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পরেও ইংল্যান্ডের সাথে পাঁচটি ম্যাচ খেলব, এরপর তিনটি প্রস্তুতি ম্যাচও আছে। অল্প সময়ের মাঝে এতো ক্রিকেট খেললে ক্লান্তি আসাটাই স্বাভাবিক। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা কঠিন হবে। যারা সুযোগ পাচ্ছেন, তারা এই সিরিজে ভালো করে বিশ্বকাপেও যেতে পারেন।’
বিশ্বকাপের কথা মাথায় রেখে দলে ফেরানো হয়েছে স্পিনার ইয়াসির শাহকে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন হারিস সোহেল ও জুনাইদ খান। পিএসএলে দারুণ পারফর্ম করে জাতীয় দলে ফিরেছেন উমর আকমলও।
এদিকে এই সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে ফেরা হচ্ছে না নিষেধাজ্ঞা শেষ হওয়ার অপেক্ষায় থাকা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের। সিরিজের জন্য ঘোষিত ১৫ জনের স্কোয়াডে নেই তাঁরা। ইনজুরি কাটিয়ে আইপিএলের মাঝপথে ক্রিকেটে ফিরতে পারণে দুইজন।