• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ইউনাইটেডকে হালকাভাবে নিয়েছিল পিএসজি: কিমপেম্বে

    ইউনাইটেডকে হালকাভাবে নিয়েছিল পিএসজি: কিমপেম্বে    

    ওল্ড ট্রাফোর্ডে প্রথম লেগে ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছিল তাঁরা। ঘরের মাঠের দ্বিতীয় লেগে ‘ভাঙ্গাচোরা’ ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে পিএসজিই ছিল ফেবারিট। শেষ পর্যন্ত অবশ্য কোয়ার্টারে ওঠা হয়নি এমবাপ্পে-কাভানিদের। আবারো চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে বলছেন, ইউনাইটেডকে বেশি হালকাভাবে নেওয়াতেই তাদের এমন হার।  

    ইউনাইটেডের মাঠ থেকে থেকে মহামূল্যবান দুটি অ্যাওয়ে গোল নিয়ে এসেছিল পিএসজি। নিজেদের মাঠে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল হজম করে ৩-১ গোলে হেরেই বিদায় নিয়েছে ফ্রান্সের ক্লাবটি। বিতর্কিত সেই পেনাল্টিটা হয়েছে কিমপেম্বের হ্যান্ডবলের কারণেই।

    কিমপেম্বে স্বীকার করলেন, দ্বিতীয় লেগের আগে ইউনাইটেডকে হালকাভাবে নিয়েছিল পিএসজি, ‘প্রথম লেগে আমাদের যে খেলার ধরন ছিল, সেটা পরের লেগে একদমই দেখা যায়নি। আসলে আমাদের ওপর অতিরিক্ত আত্মতুষ্টি ভর করেছিল। আমরা ইউনাইটেডকে হালকাভাবে নিয়েছিলাম, এটাই কাল হয়েছে। তবে এটা আর কখনোই হবে না। আমরা ভবিষ্যতে আরো ম্যাচ হারব, কিন্তু এভাবে না!’

     

     

    টানা তিন মৌসুমে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিল পিএসজি। এরকম বিদায় কেউই মানতে পারছেন না, জানালেন কিমপেম্বে, ‘আমি বুঝি সমর্থকদের কেমন লাগছে। আমি নিজেও এটা মানতে পারছি না, দলের কেউই পারছে না। কিন্তু এটাকে ধরে তো রেখে লাভ নেই। আমাদের সামনের দিকে এগোতে হবে।’