'ভিএআর' ও ৫ গোলের ম্যাচে ভায়াদোলিদ বাধা পেরুল রিয়াল
রিয়াল মাদ্রিদের ম্যাচ আর ভিডিও রেফারি নিয়ে বিতর্ক হওয়া যেন পরিণত হয়েছে ‘রুটিন’-এ। টানা তিন হারের পর শীর্ষ চারের দৌড়ে টিকে থাকতে আজ রিয়াল ভায়াদোলিদের মাঠে জয়টা দারুণ প্রয়োজন ছিল রিয়ালের। কোচ সান্তিয়াগো সোলারির চাকরিটা হয়তো আরও সপ্তাহখানেকের জন্য নিশ্চিত করলেন ফ্রেঞ্চ জুটি করিম বেনজেমা এবং রাফায়েল ভারান। পিছিয়ে পড়েও ভায়াদোলিদের মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছে সোলারির দল। ২৭ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ এখন ৫১ পয়েন্ট, অ্যাটলেটিকোর চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে টেবিলের তিনে তারা।
সাম্প্রতিক সময়ে গোলমুখে রিয়ালের ব্যর্থতা দেখা দিয়েছে বেশ প্রকটভাবে। ভায়াদোলিদের মাঠেও হয়নি ভিন্ন কিছু। আজকের জয়ে রিয়ালের চেয়েও হয়ত বেশি কৃতিত্ব ভাগ্যকেই দেবে ‘লস ব্লাঙ্কোস’রা। প্রথমার্ধে ঠিক কীভাবে সমতায় ফিরেছিল রিয়াল, তা-ই যেন এই সপ্তাহের ‘বারমুডা ট্রায়াঙ্গল’সম রহস্য। ১২ মিনিটে প্লানোকে ডিবক্সে ফাউল করে ভায়াদোলিদকে পেনাল্টি উপহার দেন রিয়ালের রাইটব্যাক আলভারো ওদ্রিওজোলা। কিন্তু ১২ গজ থেকে বল গোলের অনেক উপর দিয়ে মারেন আলকারাজ। লা লিগায় পাওয়া ৫ পেনাল্টির প্রতিটি মিস করেছে ভায়াদোলিদ।
আজকের ম্যাচে ভাগ্য ঠিক কতটা সহায় হয়েছে রিয়াল, বোঝা যায় পরের ৮ মিনিটে। ১২ এবং ১৮ মিনিটে সার্জিও গার্দিওলা দু’বার বল পাঠিয়েছিলেন রিয়ালের জালে, ‘ভিএআর’-এ বাতিল হয় গোল দুটি। তবে ২৯ মিনিটে আর শেষরক্ষা হয়নি রিয়ালের। কেকোর ক্রস থেকে গার্দিওলার মাইনাসে বল জালে পাঠান ভায়াদোলিদ স্ট্রাইকার মোহামেদ। কিন্তু ভায়াদোলিদের উল্লাস দীর্ঘস্থায়ী হয়নি একেবারেই। ৩৪ মিনিটে কর্নার থেকে ভায়াদোলিদ গোলরক্ষকের ভুলে রিয়ালকে সমতায় ফেরান ভারান।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোলের জোড়া সুযোগ পেয়েছিল ভায়াদোলিদ। কিন্তু একবারও সুযোগ কাজে লাগাতে পারেননি মোহামেদ। সেসবের মাশুল ঠিকই গুণতে হয়েছে তাদের, ৫১ মিনিটে রিয়ালের হয়ে পেনাল্টি আদায় করে প্রথমার্ধের শাপমোচন করেন ওদ্রিওজোলা। ১২ গজ থেকে আলকারাজের মত ভুল করেননি রিয়ালের অধিনায়ক বেনজেমা। এরপরের গল্পটা শুধুই রিয়ালের।
৫৯ মিনিটে টনি ক্রুসের কর্নার থেকে হেড করে ব্যবধান ৩-১ করেন বেনজেমা। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ালেও রিয়ালের জন্য দুঃসংবাদও আছে অবশ্য। ৮০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন কাসেমিরো। ১০ জন নিয়েও দমে যায়নি রিয়াল। উল্টো ৮৪ মিনিটে ভায়াদোলিদের কফিনে শেষ পেরেকটা ঠুকে দিয়েছেন ফিফার বর্তমান বর্ষসেরা ফুটবলার লুকা মদ্রিচ। ২ গোল, ১ অ্যাসিস্ট করে রিয়ালের জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক বেনজেমা। লা লিগার ফুটবলারদের মধ্যে এ মৌসুমে বেনজেমার (২২) চেয়ে বেশি গোল আছে কেবল লিওনেল মেসি (৩৪) এবং উইসাম বেন ইয়েদেরের (২৬) । তার কারণেই হয়ত আরও কিছুদিন রিয়ালের হটসিটে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন সোলারি।