• লা লিগা
  • " />

     

    রিয়াল মাদ্রিদের ডাগ আউটে ফিরলেন জিদান

    রিয়াল মাদ্রিদের ডাগ আউটে ফিরলেন জিদান    

    নয় মাস পর আবারও রিয়াল মাদ্রিদের ম্যানেজারের পদে ফিরছেন জিনেদিন জিদান। ক্লাবের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে এই খবর।

    রিয়াল মাদ্রিদের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, "আজ সোমবার ডিরেক্টরদের বোর্ড মিটিং শেষে সান্তিয়াগো সোলারির সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জিনেদিন জিদানকে রিয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারটিও নিশ্চিত করা হচ্ছে। এই মৌসুমের বাকি সময় ও আরও তিন মৌসুমের জন্য তার জিদানের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে। আজ রাত ৮টায় (স্পেন সময়) ক্লাব প্রেসিডেন্ট নতুন ম্যানেজারকে সঙ্গে করে সংবাদ সম্মেলনে অংশ নেবেন।"

    এই নিয়ে এক মৌসুমে দ্বিতীয়বারের মতও ম্যানেজার বরখাস্ত করল রিয়াল। হুলেন লোপেতেগিকে বরখাস্ত করার পর সোলারির সঙ্গে তিন বছরের চুক্তি করেছিল ক্লাবটি। 

    রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের শুরু থেকেই জিদানকে পছন্দ ছিল। গত বছর টানা তৃতীয়বারের মতো রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগে জিতিয়ে অনেকটা হুট করেই বিদায় নিয়েছিলেন জিদান। এরপর ক্রিশ্চিয়ানো রোনালদোও বিদায় নেন, শুরু হয় রিয়ালের দুর্দশার। গত ১৫ দিনে চার ম্যাচ হেরে রিয়াল মাদ্রিদ এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগ ও কোপা ডেল রে থেকে ছিটকে পড়েছে। লা লিগাতেও দুরবস্থা চলছে মাদ্রিদের। দুঃসময়ে পেরেজ আরও একবার দ্বারস্থ হয়েছেন জিদানের। 

    জিনেদিন জিদান ২০১৬ সালে এর আগে মৌসুমের মাঝ সময়ে প্রথমবারের মতো নিয়েছিলেন রিয়াল মাদ্রিদের দায়িত্ব। প্রথম মৌসুমেই দলকে জিতিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগ। পরের মৌসুমে তাঁর অধীনে লস ব্লাংকোরা লিগ ও চ্যাম্পিয়নস লিগ দুই শিরোপা ঘরে তোলে। শেষ মৌসুমে জিদানের অধীনে পূরণ হয় চ্যাম্পিনস লিগের হ্যাটট্রিক শিরোপা। 

     

     

    এর আগে অবশ্য রিয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার হিসেবে হোসে মরিনহোর নাম শোনা গিয়েছিল বেশ জোরেশোরেই। মাদ্রিদের জিদানকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটা তাই অনেকটাই হুট করেই এসেছে।