রিয়ালকে 'না' বলতে পারিনি: জিদান
সান্তিয়াগো সোলারি যে খুব বেশিদিন রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে থাকছেন না, সেটা অনেকটা অনুমেয়ই ছিল। নতুন কোচ হিসেবে জোরেশোরেই শোনা যাচ্ছিল সাবেক রিয়াল কোচ হোসে মরিনহোর নাম। তবে সবাইকে চমকে দিয়ে আবার রিয়ালের ডাগআউটে ফিরলেন জিনেদিন জিদান। নয় মাস পর কোচের দায়িত্ব নিয়ে জিজু বলছেন, রিয়াল মাদ্রিদকে ‘না’ বলতে পারেননি বলেই আবার ফিরেছেন এখানে।
গত মৌসুমে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার পর আকস্মিকভাবেই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন জিদান। এরপর রিয়াল ছেড়ে জুভেন্টাসে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। জিদান-রোনালদো জুটির বিদায়ের পর থেকেই পথ হারিয়েছে রিয়াল। দুই সপ্তাহের ব্যবধানে চার ম্যাচে হেরে চ্যাম্পিয়নস লিগ ও কোপা ডেল রে থেকে বিদায় নিয়েছে রিয়াল, লিগ শিরোপার দৌড়েও অনেকটা পিছিয়ে আছে তাঁরা।
রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আবার তাই শরণাপন্ন হলেন জিজুরই। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার পর জিদান বলছেন, রিয়াল মাদ্রিদে ফিরে দারুণ খুশি তিনি, ‘এটা সবার জন্যই বিশেষ একটা দিন। এখানে ফিরতে পেরে আমি খুব খুশি। কাল থেকেই আমি কাজ শুরু করব। এই ক্লাব যে অবস্থায় থাকার কথা সেখানেই তাকে নিয়ে যাবো। রিয়াল ও দলের সবার কাছে ফিরতে পেরে ভালো লাগছে।’
নয় মাস আগেই বিদায় বলেছিলেন রিয়ালকে। তাহলে এতো দ্রুত আবার ফিরলেন কেন? জিদানের সরল স্বীকারোক্তি, রিয়ালকে না বলতে পারেননি তিনি, ‘গত নয় মাসে মাত্র একটি সাক্ষাৎকার দিয়েছি। যখন রিয়াল প্রেসিডেন্ট আমাকে ডাকলেন, আমি না বলতে পারিনি। আসলে অনেক বেশি সাফল্য পেয়েছিল রিয়াল, এটাই কাল হয়েছে। বাইরে থেকে আমি সবটাই বুঝতে পারছিলাম। রিয়ালের এমন অবস্থা দেখে খারাপ লাগতো। এখন আমি ফিরেছি, প্রথম লক্ষ্য লিগে বাকি থাকা এগারো ম্যাচ। এরপর পরের মৌসুমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
নয় মাস আগের রিয়াল আর এখনকার রিয়াল কি এক? রিয়ালের হয়ে আবার আগের মতো সাফল্য পাবেন নাকি সোলারির মতো ব্যর্থ হবেন? জিদান বলছেন, ব্যর্থতার ভয় তিনি করেন না, ‘আমি ব্যর্থ হওয়ার ভয় করলে এখানে ফিরতাম না। আমার মন বলছে, অনেক বিশ্রাম হয়েছে, এখন ফিরতে হবে। চার মাস আগেও আমি এমনটা ভাবতাম না। রিয়ালের কাছে আমি ঋণী না। আমি তখন ক্লাব ছেড়েছিলাম, কারণ সেটা দরকার ছিল। এখন আবার নিজের ইচ্ছাতেই ফিরছি। ’
জিদান কি পারবেন রিয়ালের সেই সুদিন ফিরিয়ে আনতে?