"নেইমার না এমবাপ্পে?" পেরেজ চান দুইজনকেই
জিনেদিন জিদানকে ম্যানেজার নিয়োগ দেওয়ার পর সংবাদসম্মেলনে নতুন ম্যানেজারকে নিয়ে হাজির হয়েছিলেন রিয়াল মাদ্রিদ প্রেসিডন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। জিদানের বক্তব্য শেষে পেরেজের কাছে প্রশ্ন করা হয়েছিল, নেইমার নাকি কিলিয়ান এমবাপ্পে কাকে কিনতে পারে মাদ্রিদ?
ফ্লোরেন্তিনো পেরেজ জবাবের সঙ্গে চাইলে জেমস বন্ডের চরিত্রের মিল খুঁজে পেতে পারেন। পেরেজ বলেছেন, "দুইজনই"।
"এমবাপ্পে তো ফ্রেঞ্চ। জিদানও ফ্রেঞ্চ। জিদান নিশ্চয়ই এই ব্যাপারটা কাজে লাগাতে পারবে, তাই না? আর নেইমার নাকি এমবাপ্পে? আমি হলে তো দুইজনকেই দলে নিতাম।"
নতুন মৌসুমে দলে কাকে ভেড়াবেন সেই চিন্তার চেয়ে জিদান নিজে অবশ্য বেশি জোর দিচ্ছেন মৌসুমের বাকি ম্যাচগুলোর দিকে। ক্লাবের দলবদল নীতি নিয়ে জানতে চাইলে জিদান বলেছেন, "আমাদের আগে এই মৌসুমটা ভালোভাবে শেষ করতে হবে। এরপর আমরা চিন্তা করতে পারব নতুন মৌসুমে কীভাবে দল গোছাবো।"