• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    সাড়ে আট মাস পর পর্তুগালে ফিরলেন রোনালদো

    সাড়ে আট মাস পর পর্তুগালে ফিরলেন রোনালদো    

    বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উরুগুয়ের বিপক্ষে হেরে বাদ পড়ার পর থেকে আর পর্তুগালের হয়ে খেলেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এতদিন স্বেচ্ছায়ই দলের বাইরে ছিলেন তিনি। ইউরো ২০২০ বাছাইপর্বের জন্য সাড়ে আট  মাসের বিরতির পর আবারও পর্তুগাল দলে ফিরেছেন রোনালদো। 

    চলতি মাসের ২৩ ও ২৬ তারিখ যথাক্রমে ইউক্রেন ও  সার্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ রয়েছে পর্তুগালের। সংবাদসম্মেলনে দল ঘোষণার সময় কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, "রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়। সে পর্তুগাল দলে ফিরছে। তাকে যে কোনো দলে নিলেই সেটার শক্তি বেড়ে যায় অনেকগুণ। পর্তুগালও আরও শক্তিশালী হবে।"

    এই মৌসুমে ৩৪ ম্যাচে এখন পর্যন্ত ২৪ গোল করেছেন রোনালদো। গেল সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে জুভেন্টাসকে নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। এর আগে জুলাইয়ে ১০০ ইউরোর বিনিমিয়ে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন তিনি। নতুন ক্লাবে মানিয়ে নেওয়ার জন্যই এতদিন জাতীয় দলের বাইরে ছিলেন পর্তুগাল অধিনায়ক। 

     

     

     

    গোলরক্ষক:
    বেতো, হোসে সা, রুই প্যাট্রিসিও 
    ডিফেন্ডার
    হোয়াও ক্যান্সেলো, নেলসন সেমেদো, হোসে ফন্ট, পেঁপে, রুবেন ডিয়াজ, রাফায়েল গুরেরো, মারিও রুই 
    মিডফিল্ডার
    দানিলো পেরেইরা, রুবেন নেভেস, উইলিয়াম কারভালহো, বরুণও ফার্নান্দেস, হোয়াও মারিও, হোয়াও মৌটিনহো, পিজ্জি 
    ফরোয়ার্ড
    বের্নার্দো সিলভা, হোয়াও ফেলিক্স, গন্সালো গুইদেস, রাফা সিলভা, আন্দ্রে সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, ডিয়েগো জোতা, ডিয়েগো সৌসা