• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    "কোহলি ভালো খেললেই বিশ্বকাপ জিতবে ভারত"

    "কোহলি ভালো খেললেই বিশ্বকাপ জিতবে ভারত"    

    শেষ ১৬ ইনিংসে ছয়টি সেঞ্চুরি, রান ১০৬৪। গত ছয় মাসে বিরাট কোহলি আছেন ফর্মের তুঙ্গে। বিশ্বকাপেও তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে পুরো ভারত। সাবেক বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং বলছেন, কোহলি ভালো খেললেই বিশ্বকাপ জিতবে ভারত।

    ওয়ানডেতে কোহলির সেঞ্চুরি এখন ৪১টি। আর আটটি সেঞ্চুরি করলেই ছুঁয়ে ফেলবেন শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরিকে। কোহলি যেভাবে সেঞ্চুরি করে যাচ্ছেন, তাতে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হচ্ছে বলেই ধারণা পন্টিংয়ের, ‘শচীনের সাথে কোহলির তুলনার সময় আসেনি। তার ক্যারিয়ারের এখনো অনেক বাকি। কোহলির ওয়ানডে রেকর্ডটা অবিশ্বাস্য। এজন্যই এবারের বিশ্বকাপে ভারতকে হারানো কঠিন হবে। বিশ্বকাপেও যদি কোহলির ভালো সময় যায়, তাহলে ভারতই এবার শিরোপা জিতবে।’

    পন্টিং নিজে জিতেছেন তিনটি বিশ্বকাপ, অধিনায়ক হিসেবে জিতেছেন দুটি। মাঠে কোহলির আক্রমণাত্মক মনোভাব নিজের অধিনায়কত্বের দিনগুলোর কথা মনে করিয়ে দেয় পন্টিংকে, ‘তার ও আমার বেশ কিছু আচরণে মিল রয়েছে। মাঠে তার শরীরী ভাষা দেখে নিজের কথা মনে পড়ে যায়! আমরা দুজনই একটু আক্রমণাত্মক। ব্যাটিংয়েও আমাদের দুজনের মিল আছে।’

    এবারের বিশ্বকাপে কোন চারটি দল সেমিতে খেলবে? পন্টিং বলছেন, ছয়টি দলের মাঝেই হবে মূল লড়াই, ‘আমার ধারণা ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড শেষ চারে যাবে। তবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে বাতিলের খাতায় ফেলে দেওয়া যায় না, তাঁরাও চমক দেখাতে পারে!’

     

     

    কোহলি কি পারবেন পন্টিংয়ের মতো অধিনায়ক হিসেবে বিশ্বকাপ উঁচিয়ে ধরতে?