• লা লিগা
  • " />

     

    'স্পেনের অনেকেই বার্সার সাফল্য দেখতে পারে না'

    'স্পেনের অনেকেই বার্সার সাফল্য দেখতে পারে না'    

    এই মৌসুমে লা লিগার শীর্ষে আছে তারা, পৌঁছে গেছে কোপা ডেল রে ফাইনাল এবং চ্যাম্পিয়নস লিগের শেষ আটেও। সাম্প্রতিক সময়ে ইউরোপে তেমন দাপট দেখাতে না পারলেও স্পেনে রীতিমত অপ্রতিরোধ্য বার্সেলোনা। কিন্তু এতকিছুর পরও প্রাপ্য সম্মানটা পাচ্ছে না কাতালানরা, বিশ্বাস বার্সা লেফটব্যাক জর্দি আলবা। উলটো অভিযোগের সুরে বলেছেন, কাতালানরা হারলে খুশি হওয়ার দলের পাল্লাটা বরং ভারীই।

    বার্সেলোনার ফুটবলারদের স্প্যানিশ সমর্থকদের প্রতি ক্ষোভ প্রকাশ করা অবশ্য নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেন নিয়ে জেরার্ড পিকের সমালোচনা যেন রুটিনেই পরিণত হয়েছে। এবার পিকের সাথে যোগ দিলেন আলবাও, 'স্পেনের সমর্থকেরা বার্সার অর্জনে কখনোই তেমন খুশি হয় না। গত ৪ মৌসুমে আমরা লা লিগা জিতেছি ৩বার, কোপা ডেল রে জিতেছি ৪বারই। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছি ৫বার। কিন্তু আমাদের প্রাপ্য সম্মানের সিকিভাগও পাচ্ছি না আমরা। উলটো আমরা কোনও ম্যাচ হারলে বা ড্র করলেই সমালোচনার রোল পড়ে যায়। এমনকি লুইস এনরিকের অধীনে ২০১৪-১৫ মৌসুমে যেবার 'ট্রেবল' জিতেছিলাম, সেবারও তেমন প্রশংসা বা অভিনন্দন পাই নি।'

     

     

    রিয়ালের অর্জনে স্প্যানিশদের মাত্রাতিরিক্ত উদযাপনেও বিরক্ত আলবা, 'সত্যি বললে, গত কয়েক বছরে রিয়ালের চেয়ে আমাদের শিরোপা সংখ্যা বেশি। রিয়ালের চেয়ে বেশি ক্লাসিকোও জিতেছি আমরা। কিন্তু রিয়াল কোনও শিরোপা জিতলেই যে উন্মাদনা দেখা যায়, সেটা আমাদের ক্ষেত্রে দেখা যায় না। আমরা কাতালান বলেই হয়ত এমন বৈষম্য।'