'জিদানের সাথে কখনও সমস্যা ছিল না'
২০১৪ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েই যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। কার্লো আনচেলত্তির অধীনে রিয়ালের মূল একাদশে নিয়মিত থাকলেও জিনেদিন জিদানের দলে একেবারেই সুযোগ পাননি হামেস রদ্রিগেজ। নিয়মিত খেলার আশায় ২০১৬-১৭ মৌসুমে দুই বছরের জন্য বায়ার্ন মিউনিখে যোগ দেন কলম্বিয়ান ফরোয়ার্ড। রিয়ালের হটসিটে ফিরেছেন জিদান, সেক্ষেত্রে হয়ত হামেসের ফেরার দরজা বন্ধই ভাবা চলে। কিন্তু হামেস নিজেই জানিয়েছেন, জিদানের সাথে কখনোই কোনও ধরণের সমস্যা ছিল না তার।
এই মৌসুম শেষেই কলম্বিয়ানের সঙ্গে চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবে 'বাভারিয়ান'রা। হামেসকে পাকাপাকিভাবে দলে নিতে হলে মৌসুম শেষে বায়ার্নকে গুণতে হবে ৪২ মিলিয়ন ইউরো। মৌসুমের শুরুর দিকে তেমন আলো ছড়াতে না পারলেও গতকাল সোমবার বুন্দেসলিগায় মাইনজের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন হামেস। ম্যাচ শেষেই ভবিষ্যতের প্রশ্ন উঠতেই সংবাদমাধ্যমের ভুল ধরিয়ে দিলেন হামেস, 'প্রথমেই আমি বলতে চাই, জিদানের সাথে আমার কখনোই কোনও ধরণের সমস্যা ছিল না। তাঁর অধীনে রিয়ালের একাদশে জায়গা হারানোর পর থেকেই এই গুঞ্জন শুনে আসছি। তবে এর কোনও ভিত্তি নেই। তিনি একজন কিংবদন্তী এবং কোচ হিসেবেও দুর্দান্ত করছে।'
রিয়ালে ফিরতে চান কি না, এমন প্রশ্নের ঠিক সরাসরি জবাব দেননি হামেস, 'স্পেনে আমার সময়টা দারুণ কেটেছিল। তবে বায়ার্নকেও আমি ধন্যবাদ জানাতে চাই। তারা যেভাবে আমাকে আপন করে নিয়েছে, কখনোই এমন আতিথেয়তা পাওয়ার কথা চিন্তা করিনি। এখনও অনেকগুলো ম্যাচ বাকি আছে, শিরোপাদৌড়েও টিকে আছি আমরা। দেখা যাক কী হয়। এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।
জার্মান চ্যাম্পিয়নদের কোচ নিকো কোভাচের দাবি, কলম্বিয়ান ফরোয়ার্ডকে দলে রাখতে চায় তারা, 'হামেসের পারফরম্যান্সে আমরা সবাই খুশি। ২৩ ম্যাচে ৭ গোল, ৬ অ্যাসিস্ট যেকোনও মিডফিল্ডারের জন্য অবশ্যই দারুণ পরিসংখ্যান। তবে মৌসুম শেষেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।' কোভাচের সাথে গলা মিলিয়েছেন ক্লাব চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমিনিগে, 'আমার দৃঢ় বিশ্বাস হামেস আগামী মৌসুমেও বায়ার্নেই থাকবে। আমরা সবাই ওর পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট।'