"আইসিসি খেলার সাথে রাজনীতি মেশাবে না"
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে তো? পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর ক্রিকেট বিশ্বে এটাই যেন মিলিয়ন ডলারের প্রশ্ন। ভারতের পক্ষ থেকে এরই মাঝে বেশ কয়েকবার ইঙ্গিত দেওয়া হয়েছে, তাঁরা ম্যাচটা বয়কটও করতে পারে। তবে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন ভারতকে মনে করিয়ে দিলেন, বিশ্বকাপের সব ম্যাচ খেলতে তাঁরা আইসিসির সাথে ‘চুক্তিবদ্ধ’। রিচার্ডসন আরও বলেছেন, আইসিসি কখনোই খেলার সাথে রাজনীতিকে মেশাবে না।
কাশ্মীরের সেই ঘটনার পর ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। বিসিসিআইও আভাস দিয়েছে, সরকার যদি না চায় তাহলে তাঁরা পাকিস্তানের বিপক্ষে খেলবে না। শুধু তাই নয়, আইসিসি যেন পাকিস্তানকে একঘরে করে রাখে, সেই প্রস্তাবও তাঁরা দিয়েছিল। যদিও আইসিসি তাদের এই প্রস্তাবকে নাকচ করে দেয়।
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ বয়কটের আগে ভারতের উচিত হবে আইসিসির চুক্তির কথা ভাবা, জানালেন রিচার্ডসন, ‘আইসিসি ইভেন্টের জন্য সব দলই একটা চুক্তিতে সাক্ষর করেছে। কোন যৌক্তিক কারণ ছাড়া কেউ ম্যাচ বয়কট করতে পারবে না। আইসিসি কখনোই খেলার সাথে রাজনীতিকে মেশাতে চায় না। আশা করি অন্যরাও সেটা মাথায় রাখবে।’
যদি ভারত শেষ পর্যন্ত ম্যাচটা বয়কটই করে, তাহলে পাকিস্তানকে পূর্ণ পয়েন্ট দেবে আইসিসি, ‘কোন দল যদি আমাদের নির্দিষ্ট কিছু কারণ ছাড়া ম্যাচ খেলতে না নামে, তাহলে প্রতিপক্ষকে পূর্ণ পয়েন্ট দেওয়া হবে। কাশ্মীরে যা হয়ে সেটায় আমরাও মর্মাহত। নিহতদের প্রতি আমাদের সমবেদনা আছে। তবে এই ইস্যুতে বিশ্বকাপে কোন প্রভাব পড়ুক, সেটা কেউই চাইছে না।’
আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হলেও পাকিস্তানের বিপক্ষে দীর্ঘদিন দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত। আইসিসির কাছে বেশ কয়েকবার এটা নিয়ে অভিযোগ করেছে পিসিবি। তবে ভারতের বিপক্ষে মামলা করতে গিয়ে উল্টো নিজেদেরই জরিমানা দিতে হয়েছে তাদের। রিচার্ডসন বলছেন, এই ব্যাপারটা দুই দেশকেই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, ‘এটা পুরোপুরি তাদের নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কিছুই করার নেই।’