• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    গোল্ডেন শু এর দৌড়ে এগিয়ে কারা?

    গোল্ডেন শু এর দৌড়ে এগিয়ে কারা?    

    ইউরোপিয়ান ফুটবলে আপাতত লিওনেল মেসিই এক চেটিয়া রাজত্ব করছেন গোল, অ্যাসিস্টের দিক দিয়ে। শীর্ষ ৫ লিগে তাঁর চেয়ে বেশি গোল বা অ্যাসিস্ট নেই কারোই। চ্যাম্পিয়নস লিগেও একই অবস্থা, মেসিই সর্বোচ্চ গোলদাতা এখন পর্যন্ত। তবে গোল্ডেন শু এর হিসাবে অবশ্য ঘরোয়া লিগের গোলসংখ্যাই কেবল বিবচেনা করা হয়।

    লা লিগায় ২৯ গোল নিয়ে মেসি আছেন সবার ওপরে। তার পয়েন্ট ৫৮। করেছেন ১২ অ্যাসিস্টও। লিগে মেসি প্রতি ৭৪ মিনিটে করেছেন একটি করে গোল। দুইয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির হয়ে এখন পর্যন্ত তিনি গোল করেছেন ২৬টি। তার অবশ্য মিনিট প্রতি গোল গড় মেসির চেয়েও ভালো। প্রতি ৭২ মিনিটে একটি করে গোল করেছেন ১৯ বছর বয়সী এমবাপ্পে। 

    গোল্ডেন শু এর দৌড়ে এগিয়ে থাকা ৫ জনের তালিকায় অবশ্য পরের তিনজনই ইতালিয়ান সিরি আর। সচারাচর এমনটা দেখা যায় না। ক্রিশ্চিয়ানো রোনালদো যে থাকবেন সেটা অনুমিতই ছিল। তবে রোনালদোর ওপরেও একজন আছেন। ফাবিও কোয়ালারেল্লা বুড়ো হাড়ের ভেলকি দেখাচ্ছেন ৩৬ বছর বয়সে গিয়ে, সিরি আর সর্বোচ্চ গোলদাতাও তিনি। সাম্পদরিয়া স্ট্রাইকার এখন পর্যন্ত করেছেন ২১ গোল। এই বয়সে গিয়েও তাই রবার্তো মানচিনির ইতালি দলেও ডাক পেয়েছেন কোয়ালারেল্লা।

     

     

    ক্রিশ্চিয়ানো রোনালদো আর ক্রিজতভ পিয়ন্তেকের মধ্যে লড়াইটাও হচ্ছে হাড্ডাহাড্ডি। দুইজনই করেছেন ১৯ টি করে গোল। পোলিশ স্ট্রাইকার অবশ্য গোলেই সীমাবদ্ধ, কোনো অ্যাসিস্ট করতে পারেননি। অন্যদিকে রোনালদোর আছে ৮ টি অ্যাসিস্ট, পয়েন্ট ৩৮ ও প্রতি ১১৮ মিনিটে করেছেন একটি করে গোল।

       


    প্রিমিয়ার লিগ 

     


     

    লা লিগা



    সিরি আ 



    বুন্দেসলিগা 


     

    লিগ ওয়ান 



    ইউরোপে ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতা মৌসুম শেষে পাবেন গোল্ডেন শু এর পুরস্কার। ইউয়েফার কোএফিয়েশিয়েন্ট র‍্যাংকিং অনুযায়ী ইউরোপের শীর্ষ পাঁচ লিগে প্রতি গোলের জন্য খেলোয়াড়রা পান দুই পয়েন্ট করে। ৬ থেকে ২১ পর্যন্ত র‍্যাংকিং এর লিগগুলোতে প্রতি গোলের জন্য খেলোয়াড়রা পান ১.৫ পয়েন্ট করে। আর এরপরের দেশগুলোর লিগের জন্য প্রতি গোল এক পয়েন্ট। ইউরোপের গোল্ডেন শু সবচেয়ে বেশি ৫ বার জিতেছেন মেসি। রোনালদো জিতেছেন মেসির চেয়ে একবার কম।