• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    পর্তুগালে 'ফেরা'টা স্মরণীয় করে রাখতে পারলেন না রোনালদো

    পর্তুগালে 'ফেরা'টা স্মরণীয় করে রাখতে পারলেন না রোনালদো    

    ২০১৮ বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। আজ শনিবার থেকে শুরু হওয়া ইউরো বাছাইপর্ব দিয়ে প্রায় আট মাস পর পর্তুগালের জার্সিতে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু  ফেরাটা স্মরণীয় করে রাখতে পারলেন না পর্তুগিজ অধিনায়ক। 'বি' গ্রুপে নিজেদের মাঠে বাছাইপর্বের প্রথম ম্যাচে আন্দ্রেই শেভচেঙ্কোর ইউক্রেনের সাথে গোলশূন্য ড্র করেছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। ইউরো শিরোপা ধরে রাখার মিশনের শুরুটা তাই কিছুটা হতাশাজনকই হল ফার্নান্দো সান্তোসের দলের।

    অবশ্য রোনালদোর ফেরার দিনে ড্র নিয়ে ফিরতে পারায় নিজেদের সৌভাগ্যবানই ভাবতে পারে পর্তুগাল। ম্যাচের ৮৬ মিনিটে পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিওর ভুলে গোলের সামনে থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি ইউক্রেনের মোরায়েস। পুরো ম্যাচে গোলের তেমন সুযোগ পায়নি কোনও দলই। প্রথমার্ধে রোনালদোর দুটি শট দারুণভাবে ফিরিয়ে দিয়েছেন ইউক্রেনের গোলরক্ষক পিয়াতোভ। পুরো ম্যাচে শেভচেঙ্কোর দলের সেরা খেলোয়াড় ছিলেন তিনিই। দ্বিতীয়ার্ধে রোনালদো এবং আন্দ্রে সিলভাকে বেশ কয়েকবারই ফিরিয়েছেন তিনি।

     

     

    পুরো ম্যাচে পাদপ্রদীপের আলোটা ছিল রোনালদোর ওপরই। কিন্তু নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও ইউক্রেনের রক্ষণব্যূহ ভেদ করতে পারেননি তিনি। অধিনায়কের মত খালি হাতে ফিরেছেন বের্নার্দো সিলভা, হোয়াও মুতিনিয়োরাও। মাঝমাঠ থেকে তেমন আক্রমণই গড়তে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টির জোর আবেদনও জানিয়েছিল পর্তুগাল, কিন্তু সাড়া দেননি রেফারি। পর্তুগালও পায়নি জয় ছিনিয়ে আনার সুযোগ।

    রোনালদোর পর্তুগাল না পারলেও 'এইচ' গ্রুপে বাছাইপর্বের প্রথম ম্যাচে মলদোভার বিপক্ষে জিততে কোনও সমস্যাই হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের। আঁতোয়া গ্রিযমান, পল পগবা, কিলিয়ান এম্বাপ্পেদের বিপক্ষে 'বাস পার্ক' করেও শেষরক্ষা হয়নি মলদোভার। শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরা ফ্রান্স লিড নেয় ২৪ মিনিটে। পগবার দুর্দান্ত পাসে ভলি করে গোল করেন গ্রিযমান। ব্যবধান দ্বিগুণ করতেও সময় নেয়নি তারা। ২৭ মিনিটে গ্রিযমানের কর্নার থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল ভারান।

     

     

    ৩৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন অলিভিয়ের জিরু। দাভিদ ত্রেজেগের সমান ৩৪ গোল নিয়ে ফ্রান্সের সর্বকালের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। দ্বিতীয়ার্ধে কিছুটা গা বাঁচিয়ে খেলেও ৮৭ মিনিটে ৪র্থ গোলের দেখা পায় দিদিয়ের দেশমের দল। থমাস লেমারের পাস থেকে মলদোভার কফিনে শেষ পেরেক ঠুকে দেন এম্বাপ্পে। ৮৯ মিনিটে হুগো লরিসের ভুলে ব্যবধান কমিয়েছে মলদোভার অ্যাম্ব্রোস। হারলেও বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে গোল করতে পারাটাই হয়ত শেষ বাঁশির পর মলদোভার উল্লাসের কারণ। 

    রাতের সবচেয়ে বড় জয়টা পেয়েছে 'এ' গ্রুপের ইংল্যান্ড। রহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ওয়েম্বলিতে চেক প্রজাতন্ত্রকে ৫-০ গোলে হারিয়েছে 'থ্রি লায়ন্স'রা। ২৪ মিনিটে জেডন সানচোর ক্রসে থেকে দলকে লিড এনে দেন স্টার্লিং। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। ৬২ মিনিটে নিজের ২য় গোল করেন স্টার্লিং। মিনিট ছয়েক পর হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

     

     

    হ্যাটট্রিক পূরণ করেই গত সপ্তাহে লিউকেমিয়ায় আক্রান্ত হওয়া ক্রিস্টাল প্যালেসের যুবদলের ফুটবলার ডেমারি ডকিন্সকে স্মরণ করেন স্টার্লিং। জার্সির নিচে পড়া টি-শার্টে শোভা পাওয়া ডকিন্সের সাথে তার ছবি মেলে ধরেন পুরো ওয়েম্বলির সামনে। ৮৪ মিনিটে থমাস কালাসের আত্মঘাতী গোলে 'ফাইভ স্টার' পারফরম্যান্সটা পাঁচ গোলেই শেষ করল গ্যারেথ সাউথগেটের দল। ইউরো এবং বিশ্বকাপ মিলিয়ে বাছাইপর্বে নিজেদের  শেষ ৪০ ম্যাচে অপরাজিত ইংল্যান্ড। ২০১০ সালে জার্মেইন ডেফোর পর এবারই হ্যাটট্রিক করলেন ইংল্যান্ডের কেউ।

     

     

    রাতের অন্যান্য ম্যাচে জয় পেয়েছে তুরষ্ক, আইসল্যান্ড। 'এইচ' গ্রুপে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে তুরষ্ক, একই ব্যবধানে অ্যান্ডোরাকে হারিয়েছে আইসল্যান্ড। 'বি' গ্রুপে লিথুয়েনিয়াকে ২-১ গোলে হারিয়েছে লুক্সেমবার্গ। 'এ' গ্রুপে বুলগেরিয়া এবং মন্টেনেগ্রোর ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে।