• লা লিগা
  • " />

     

    'আমার সময় রিয়াল লিঁওকেই ভয় পেত'

    'আমার সময় রিয়াল লিঁওকেই ভয় পেত'    

    সান্তিয়াগো সোলারি বরখাস্ত হওয়ার পর জিনেদিন জিদানের সাথে রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচের হওয়ার দৌড়ে ছিলেন হোসে মরিনহোও। শেষ পর্যন্ত রিয়ালের হটসিটে ফেরা হয়নি 'স্পেশাল ওয়ান'-এর। রিয়াল না ডাকলেও সাবেক ক্লাবে তার অবদানের কথা মনে করিয়ে দিতে ভোলেননি মরিনহো। বিইন স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কোচ হয়ে আসার আগে রিয়াল অলিম্পিক লিঁও-র বিপক্ষে খেলতেও ভয় পেত।

    গত ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর এখনও ফুটবলে ফেরেননি মরিনহো। তবে ফুটবল থেকে যে একেবারেই দূরে সরে গেছেন, তা-ও নয়। স্কাই স্পোর্টস, মার্কা সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার, আলোচনার আসরে সদা উপস্থিত মরিনহো। গতকাল শুক্রবার বিইন স্পোর্টসের এক ফুটবল শো-তে এসেছিলেন তিনি। রিয়ালের কথা উঠতেই নিজের সময়ের কথা মনে করিয়ে দিয়েছেন মরিনহো, 'আমি আসার আগে টানা সাত কি আট মৌসুম রিয়াল চ্যাম্পিয়নস লিগের শেষ আটেই যেতে পারেনি। আমার অধীনে প্রত্যেকবারই সেমিফাইনাল খেলেছে তারা।'

     

     

    রিয়াল তার অধীনে টানা চার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল খেলেছে বটে, কিন্তু কখনোই ফাইনাল খেলতে পারেনি। কিন্তু রিয়ালকে ইউরোপসেরা বানাতে না পারাটা কে ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ মরিনহো, 'আমার প্রথম মৌসুমে লিঁওকে পেয়েছিলাম আমরা। রিয়ালের সবাই-ই ভয়ে ছিল কারণ তাদের (লিঁও) কাছে হেরেই ২০০৯-১০ চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছিল রিয়াল। আমি বিশ্বাসই করতে পারিনি রিয়ালের মত ক্লাব কীভাবে লিঁও-র মত দলকে ভয় পেতে পারে। তবে রিয়ালের প্রতিপক্ষ ভীতি কেটেছে আমার অধীনেই। লিঁওকে হারিয়েছিলাম সেবার আমরা।'

     

     

    পরের মৌসুমে আবারও সেমিফাইনাল থেকে বিদায়। কিন্তু ১০০ পয়েন্ট নিয়ে লিগ ঠিকই জিতেছিল রিয়াল। মরিনহো মনে রাখতে চান ভাল এবং সুখের স্মৃতিগুলোই, 'আমার আগে স্পেনে ১০০ পয়েন্ট নিয়ে কেউ লিগ জেতেনি। বার্সেলোনার বিপক্ষে একটা সময় বড় ব্যবধানে হারা যেন 'রুটিন'ই বানিয়ে ফেলেছিল রিয়াল। কিন্তু আমি আসার পর বার্সাকে সমানে সমান টেক্কা দিয়েছে রিয়াল। তাদেরকে হারিয়েই কোপা ডেল রে জিতেছিলাম আমরা। চ্যাম্পিয়নস লিগ জিততে পারিনি, তবে রিয়ালে আমার অর্জনও কম নয়।'