• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    হাঙ্গেরি জাগরণে স্তব্ধ ক্রোয়েশিয়া

    হাঙ্গেরি জাগরণে স্তব্ধ ক্রোয়েশিয়া    

    রাশিয়া বিশ্বকাপের রানার্স আপ তারা, গত বছর ইউয়েফা নেশনস লিগে হারিয়েছে স্পেনকেও। বলতে গেলে গেল বছর নিজেদের ফুটবল ইতিহাসের সেরা সময়টাই কাটিয়েছে ক্রোয়েশিয়া। অন্যদিকে তেমন উল্লেখযোগ্য অর্জন নেই হাঙ্গেরির, ৪-এ থাকা ক্রোয়াটদের থেকে র‍্যাঙ্কিং-এও পিছিয়ে আছে ৪৮ ধাপ। কিন্তু ইউরো বাছাইপর্বে আজ হাঙ্গেরি আবারও জানান দিল, নিজেদের দিনে ঠিক কতটা অদম্য তারা। গেল ইউরোতে ড্র করেছিল পর্তুগালের সাথে। আর আজ 'ই' গ্রুপে নিজেদের মাঠ গ্রুপামা অ্যারেনাতে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে ফেরেঙ্ক পুসকাসের উত্তরসূরিরা। 

    হাঙ্গেরির মাঠ থেকে খালি হাতে ফিরলেও শুরুটা দারুণই করেছিল ক্রোয়েশিয়া। ১৩ মিনিটে আন্দ্রে ক্রামারিচের পাস থেকে দলকে লিড এনে দেন আনতে রেবিচ। পিছিয়ে পড়লেও দমে যায়নি হাঙ্গেরি। উলটো লিড নেওয়ার পরই কিছুটা অগোছালো হয়ে পড়ে লাটকো দালিচের দল। মাঝমাঠের ভুল পাস, বোঝাপড়ার অভাবটা বেশ ভুগিয়েছে লুকা মদ্রিচদের। সুযোগটা কাজে লাগাতে ভুল করেনি হাঙ্গেরি। ৩৪ মিনিটে অধিনায়ক বালাজ জুজাকের পাস থেকে দলকে সমতায় ফেরান অ্যাডাম সালাই।

    এরপরের গল্পটা শুধুই স্বাগতিকদের। প্রেসিং ফুটবলে ক্রোয়াটদের রীতিমত কোণঠাসা করে ফেলে হাঙ্গেরি। ৭৬ মিনিটে 'কামব্যাক' পূরণ করেন মিডফিল্ডার মাতে পাতকাই। কর্নার থেকে দেশের হয়ে নিজের প্রথম গোল করেন তিনি, গ্রুপামা অ্যারেনাতে তখন কান পাতা দায়। ব্যবধানটা আরও বড় হতে পারত। কিন্তু ৮০ মিনিতে সল্ট কালমারের শট লাইন থেকে ফিরিয়ে দেন ইভান রাকিটিচ। শেষদিকে শত চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি ক্রোয়াটরা। 

     

     

    'ই' গ্রুপের অন্য খেলায় ২০১৬ ইউরোর অন্যতম 'সারপ্রাইজ প্যাকেজ' ওয়েলস বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্লোভাকিয়াকে হারিয়েছে ১-০ গোলে। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে কার্ডিফ সিটি স্টেডিয়ামে ৫ মিনিটেই লিড নেয় গ্যারেথ বেলের দল। উইল ব্রুকসের পাস থেকে গোল করেন ড্যানিয়েল জেমস। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাদপ্রদীপের আলো পুরোটাই ছিল ইনজুরি কাটিয়ে ফেরা বেলের ওপর। সম্ভাব্য সবই করেছেন তিনি, কিন্তু গোলটাই পাওয়া হয়নি।

     

     

    প্রথমার্ধে বেলের দুটি দুর্দান্ত শট ফিরিয়ে দিয়েছেন স্লোভাক গোলরক্ষক অ্যাডাম দুভ্রাকা। দ্বিতীয়ার্ধেও ফ্রিকিক, হেড, দূরপাল্লার শট- সবই চেষ্টা করেছিলেন বেল। কিন্তু দুভ্রাকাকে আর ফাঁকি দেওয়া হয়নি। তবে ৮২ মিনিটে আরেকটু হলেই সমতায় ফিরতে পারত স্লোভাকরা। অ্যাডাম দুরিচের হেড দুর্দান্তভাবে ফিরিয়ে দেন ওয়েলশ গোলরক্ষক ওয়েন হেনেসি, ফিরতি বল গোলের সামনে পেয়েও জালে পাঠাতে পারেননি রুসনাক। বেল না পারলেও শেষ হাসিটা ঠিকই হেসেছে ওয়েলস।

     

     

    রাতের অন্যান্য খেলায় 'জি' গ্রুপে অস্ট্রিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইসরায়েল। 'আই' গ্রুপে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়েছে রাশিয়া। একই গ্রুপে স্যান মারিনোকে ২-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ড।