• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    স্বাধীনতা দিবসে জয় উপহার দিলেন টুটুল, বিপলুরা

    স্বাধীনতা দিবসে জয় উপহার দিলেন টুটুল, বিপলুরা    

    প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইন ও পরের ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল নূন্যতম ব্যবধানে। বাহরাইন ছিল র‍্যাংকিং এ ৮২ ধাপ ওপরে, আর ফিলিস্তিন ১০০ ধাপ। ওই দুই ম্যাচেই অন্ততপক্ষে একটি ড্র নিয়ে ফিরতে পারত বাংলাদেশ। আফসোস বা অনুপ্রেরণা যাই হোক সেটা কাজে লাগিয়েই শেষ ম্যাচে কাঙ্ক্ষিত জয়টা পেল বাংলাদেশ। এএফসি অণুর্ধ্ব-২৩ বাছাইপর্বেরর শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।





    আগের দুই ম্যাচেই শ্রীলঙ্কা হজম করেছিল ৯ গোল। বাংলাদেশের জয়টা তাই অনুমিতও ছিল কিছুটা। তবে গোলের সামনে স্ট্রাইকারদের ব্যর্থতা ভাবিয়ে তুলেছিল। সংশয় দূর করতে একদমই সময় নেয়নি বাংলাদেশ। বাহরাইনে ২০ মিনিটেই ম্যাচটা নিজেদের পক্ষে নিয়ে গিয়েছিল জেমি ডের দল। ৫ মিনিটে বিপলু আহমেদের গোলে দুর্দান্ত সূচনার পর ১৮ মিনিটে টুটল হোসেন বাদশা ব্যবধান দ্বিগুণ করেন। বাকি সময়ে অবশ্য আর গোল পায়নি বাংলাদেশ।


    ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের পর কোচ জানিয়েছিলেন, দলের পারফরম্যান্স গর্বিত তিনি। শেষ ম্যাচে জয় উপহার দিয়ে অন্তত কোচের কথারই প্রমাণ রাখল বাংলাদেশ। তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ তাই বাছাইপর্ব শেষ করলো গ্রুপে তৃতীয় হয়ে।



    বাহরাইনে আগের দুই ম্যাচের মতোই সমর্থনের অভাব হয়নি বাংলাদেশের। প্রবাসী বাংলাদেশীরা হাজির হয়েছিলেন শেষ ম্যাচেও। আগের দুই ম্যাচে হারলেও স্বাধীনতা দিবসে তাদেরকে এর চেয়ে ভালো উপহার আর দিতে পারত না বাংলাদেশ।