• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপে থাকছেন না আমির?

    বিশ্বকাপে থাকছেন না আমির?    

    চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে একাই গুড়িয়ে দিয়েছিলেন ভারতের টপ অর্ডার, পাকিস্তান জিতেছিল শিরোপা। এরপর থেকেই মোহাম্মদ আমির নিজেকে হারিয়ে খুঁজছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সুযোগ পেয়েও প্রথম ওয়ানডেতে পাননি কোন উইকেট, বাদ পড়েছিলেন দ্বিতীয় ম্যাচে। এমন অবস্থায় পাকিস্তান কোচ মিকি আর্থার বলছেন, আমির হয়ত বিশ্বকাপ স্কোয়াডে নাও থাকতে পারেন।

    ২০১৭ সালের জুনের পর আমির খেলেছেন ১৪টি ওয়ানডে। ৯২.৬০ গড়ে নিয়েছেন মাত্র ৫ উইকেট, করেছেন ১০১ ওভার। চ্যাম্পিয়নস ট্রফির পর এখন পর্যন্ত এক ম্যাচে পুরো দশ ওভার করেননি আমির। শারজাহতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে করেছেন ৯ ওভার, ৫৯ রান দিয়ে কোন উইকেট পাননি। পরের ম্যাচে তাই একাদশেও ছিলেন না আমির। আজ তৃতীয় ওয়ানডেতেও হয়ত খেলবেন না তিনি।

    বিশ্বকাপের বাকি আর দুই মাস। সামনের মাসেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান। সেই ১৫ জনের দলে আমিরের না থাকার সম্ভাবনাই বেশি, জানালেন আর্থার, ‘নিজেকে নিয়ে আমিরের চেয়ে বেশি কেউ চিন্তিত নয়। বিশ্বকাপের স্কোয়াডে সে থাকবে কিনা, সেটা আসলে বলতে পারছি না। স্কোয়াডে জায়গা পেতে তাঁকে খুব তাড়াতাড়ি ভালো পারফর্ম করতেই হবে।’

     

     

    ফর্ম খারাপ গেলেও বড় টুর্নামেন্টে আমির যে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, সেটা ভালমতোই জানেন আর্থার, ‘তাঁর ফর্মটা ভালো যাচ্ছে না সত্যি, কিন্তু আমির দুর্দান্ত একজন বোলার। বড় ম্যাচে তাঁর সাফল্যও অনেক। আমরাও চাই সে বিশ্বকাপের আগে ফর্মে ফিরুক।’

    অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পর ইংল্যান্ডের সাথে পাঁচটি ওয়ানডে খেলবে পাকিস্তান। বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আমিরকে এর মাঝেই দারুণভাবে ফিরে আসতে হবে।