• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ট্রাক্টর চেয়েছিলেন, এখন টিকেটই পাচ্ছেন না কিনের বাবা

    ট্রাক্টর চেয়েছিলেন, এখন টিকেটই পাচ্ছেন না কিনের বাবা    

    ইতালির স্ট্রাইকার ময়েসে কিনের বাবা বলেছেন, জুভেন্টাসের সঙ্গে তার ছেলের চুক্তির সময় তাঁকে দুইটি ট্রাক্টর দেওয়ার কথা ছিল ক্লাবের। কিন্তু জুভেন্টাস এখনও সেই কথা রাখেনি, উলটো চলতি মৌসুমে জুভেন্টাসের ম্যাচ টিকেটই পাচ্ছেন না তিনি।

    কিন ইউরোপের সেরা উঠতি ফুটবলারদের একজন। জুভেন্টাসের পর ইতালির হয়েও টানা দুই ম্যাচে গোল করেছেন কিন। ২০০০ সালে জন্ম নেওয়া প্রথম ইতালিয়ান ফুটবলার হিসেবে গোল পেয়েছেন তিনি।


     

    কিনের বাবা বিয়েরো জিন কিন ছেলের এজেন্ট হিসেবে কাজ করেছেন এক সময়ে। তখন কিন খেলতেন জুভেন্টাসের নগরপ্রতিদ্বন্দ্বী তোরিনোর হয়ে। এরপর জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকে মিনো রায়োলা কিনের এজেন্ট হিসেবে কাজ করছেন। 

    "কিনের মা আর আমাদের বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগে। একটা সময় ওর মা চেয়েছিল ছেলেকে ইংল্যান্ডে পাঠাতে। কিন্তু আমিই ছেলেকে ইতালিতেই রাখতে চেয়েছিলাম। তখন জুভেন্টাসকে বলেছিলাম বিনিময়ে আমি দুইটি ট্রাক্টর চাই। তারা বলেছিল, এটা কোনো সমস্যাই না। ওটা তো দূরে থাক এখন আমি খেলার টিকেটই পাই না। অবশ্য আমি চাই আমার ছেলে জুভেন্টাসেই থাকুক। কারণ জুভেন্টাস আমার রক্তে মিশে আছে। আমি তাঁকে জুভেন্টাসে পাঠিয়েছিলেন কারণ আমি নিজে একজন বিয়াঙ্কোনেরই ভক্ত"- আফসোসের সুরেই বলেছেন কিনের বাবা। 

     

     

    ১৯৫৮ সালে ব্রুনো নিকোলের পর কিনই ইতালির কনিষ্ঠতম গোলদাতা। ফিনল্যান্ডের পর গতরাতে লিখটেনস্টাইনের বিপক্ষেও গোল করেছেন কিন। এর আগে উদিনেসের বিপক্ষেও জুভেন্টাসের হয়ে জোড়া গোল করেছিলেন ১৯ বছর বয়সী স্ট্রাইকার।