• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    বিশ্বকাপে মানকাড নিয়ে সতর্ক রুট

    বিশ্বকাপে মানকাড নিয়ে সতর্ক রুট    

    অবস্থাটা একবার কল্পনা করুন। বিশ্বকাপের ফাইনালে ‘মানকাড’ আউটের জন্য ম্যাচ হারতে হলও কোন দলকে! ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট তো এমনটা ভাবতেও ভয় পাচ্ছেন। আইপিএলে জস বাটলারের সাথে হয়ে যাওয়া রবিচন্দ্রন অশ্বিনের 'মানকাড কান্ডের' পর রুট বলছেন, বিশ্বকাপে যেন এমন কিছু না হয় সেদিনে বিশেষভাবে সতর্ক থাকবে পুরো দল। 

    বাটলারকে করা অশ্বিনের মানকাড আউট নিয়ে কম সমালোচনা হয়নি। রুট অবশ্য বলছেন, এই আউট বিশ্বকাপের আগে সবার জন্য সতর্কবার্তা, ‘এটা সবার জন্যই সতর্কবার্তা। ভাগ্য ভালো এটা আমাদের সাথে বিশ্বকাপের ফাইনালে কিংবা অন্য ম্যাচে হয়নি!’

    মানকাড নিয়ে আম্পায়ারদেরও বেশি করে ভাবার আহবান রুটের, ‘অনেকেই এই আউটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে। আম্পায়াররা এটাকে আউট ভাবেন কী ভাবেন না, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার ভাবনা যেন একইরকম হয়, এটাই চেষ্টা থাকা উচিত। সেটাই খেলার জন্য ভালো হবে।’

     

     

    বাটলারের ক্রিজ ছেড়ে বের হয়ে যাওয়ার অপেক্ষা করেছিলেন অশ্বিন। সেই আউট নিয়ে সমালোচনাও কম শোনেননি তিনি। যদিও এমসিসি বলছে, মানকাড আউট ক্রিকেটের জন্যই ভালো। ব্যাটসম্যানরা যেন বল করার আগেই খুব বেশিদূর দৌড়ে যেতে না পারেন, এজন্যই মানকাডের দরকার।

    বিশ্বকাপে মানকাডের মতো বিতর্কিত আউটের মুখোমুখি হতে চান না রুট, ‘এই আউট নিয়ে অনেক বিতর্ক আছে। এটা সত্যিই আউট কিনা, এটা নিয়ে আরও ভাবতে হবে। আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। এমন কিছুর মুখোমুখিও হতে চাই না! তবে যেহেতু এটা নিয়মে আছে, তাই আউট হলে বাটলারের মতো মেনে নেওয়া ছাড়া উপায় থাকবে না।’