• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    আয়াক্সের বিপক্ষে অনিশ্চিত রোনালদো

    আয়াক্সের বিপক্ষে অনিশ্চিত রোনালদো    

    পর্তুগালের হয়ে চোট পাওয়ার পর তিনি নিজেই বলেছিলেন, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ইনজুরিটা হয়ত বেশ ভালোই ভোগাবে জুভেন্টাসকে। কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি জানিয়েছেন, আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ মিস করতে পারেন রোনালদো।

    ইউরো বাছাইপর্বে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে থাইয়ে টান লাগায় সাথে সাথেই মাঠ ছাড়েন রোনালদো। ম্যাচের পর অবশ্য রোনালদো জানিয়েছিলেন, দুই সপ্তাহের আগেই সুস্থ হয়ে মাঠে ফিরবেন তিনি।

    তবে ইতালিয়ান সংবাদমাধ্যম বলছেন, রোনালদোর ফিরতে কমপক্ষে ১৫ দিন লাগবে, সেটা আরও বাড়তেও পারে। সিরি আতে এম্পোলি, ক্যালিয়ারি ও এসি মিলানের বিপক্ষে ম্যাচ তো বটেই, রোনালদো হয়ত খেলতে পারবেন না ১০ এপ্রিলের আয়াক্সের বিপক্ষে ম্যাচেও। জুভেন্টাসের ডাক্তাররা রোনালদোকে সার্বক্ষণিক পর্যবেক্ষণেই রাখছেন।

     

     

    এদিকে আলেগ্রি জানিয়েছিলেন, একটা ম্যাচ খেলিয়ে রোনালদোকে পুরো মৌসুমের জন্য ঝুঁকিতে ফেলতে চান না তাঁরা, ‘সোমবার তাঁর কিছু পরীক্ষা করা হবে। এরপর অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। তবে আয়াক্সের বিপক্ষে ম্যাচে সে অনেকটাই অনিশ্চিত। সে নিজেও জানে, পুরোপুরি সুস্থ না হলে তাঁকে খেলানো হবে না। একটা ম্যাচে খেলিয়ে আমি মৌসুমের বাকি সময়ের জন্য তাঁকে ঝুঁকিতে ফেলতে চাই না।’

    রোনালদো জাদুতেই দ্বিতীয় রাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছিল জুভেন্টাস। আয়াক্সের বিপক্ষে সিআর সেভেন না খেললে সেটা বড় ধাক্কাই হবে তুরিনের অল্ড লেডিদের জন্য।