মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার করুনারত্নে
ইংল্যান্ড বিশ্বকাপে শ্রীলংকার সম্ভাব্য অধিনায়ক ধরা হচ্ছিল তাঁকেই। তবে বিশ্বকাপের দুই মাস আগে বেশ বড় ধরনের বিতর্কে জড়ালেন দিমুথ করুনারত্ন। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ঘটিয়েছেন দুর্ঘটনা, এরপর গ্রেফতারও হয়েছেন তিনি।
আজ ভোর ৫.১৫ টায় কলোম্বোর বোরেলা এলাকায় নিজের গাড়িতে করে যাচ্ছিলেন লংকান টেস্ট দলের অধিনায়ক করুনারত্নে। কিনসে রোডে চলার পথে এক পর্যায়ে একটি তিনচাকা বিশিষ্ট অটোরিকশাকে ধাক্কা দেয় তাঁর গাড়ি। করুনারত্নে অক্ষত থাকলেও অটোর ড্রাইভার বেশ গুরুতর আহত হয়েছেন।
ঘটনার কিছুক্ষণের মাঝেই সেখানে পুলিশ আসে। আহত ড্রাইভারকে কলোম্বোর ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ গাড়িসহ আটক করেছে করুনারত্নেকে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে কলোম্বোর পুলিশ সদর দপ্তরে।
পুলিশ জানিয়েছে, গাড়ি চালানোর সময় মদ্যপ অবস্থায় ছিলেন করুনারত্নে। মদ্যপ থাকার কথা তিনি নিজেও স্বীকার করেছেন। আজ তাঁকে জেল হাজতেই রাখা হবে। আগামীকাল তাঁকে আদালতে নেওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপের সম্ভাব্য অধিনায়কের এমন গ্রেফতার নিয়ে এখনো মুখ খোলেননি লংকান ক্রিকেট বোর্ডের কেউই।