• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    "রোনালদোকে ছাড়াই আয়াক্সকে হারাবে জুভেন্টাস"

    "রোনালদোকে ছাড়াই আয়াক্সকে হারাবে জুভেন্টাস"    

    প্রথম লেগে ২-০ গোলে হেরেও তার দুর্দান্ত এক হ্যাটট্রিকেই অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টারে উঠেছিল জুভেন্টাস। ইনজুরির কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ আটের প্রথম লেগে খেলাই এখন অনিশ্চিত। সাবেক জুভেন্টাস কিংবদন্তি আন্দ্রে পিরলো অবশ্য রোনালদোর ইনজুরি নিয়ে খুব একটা চিন্তিত নন। তার বিশ্বাস, রোনালদো না থাকলেও আয়াক্সকে সহজেই হারাবে তুরিনের ওল্ড লেডিরা।

    পর্তুগালের হয়ে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন রোনালদো। প্রথম রোনালদো নিজেই জানিয়েছিলেন, ইনজুরি খুব গুরুতর নয়। জুভেন্টাসের পক্ষ থেকে অবশ্য পরে জানানো হয়, রোনালদোর সুস্থ হতে কমপক্ষে ১৫ দিন লাগবে। আয়াক্সের বিপক্ষে ১০ এপ্রিলের প্রথম লেগটাও তাই মিস করতে পারেন তিনি।

    যে রোনালদো হ্যাটট্রিক করে একাই জুভেন্টাসকে কোয়ার্টারে তুলেছেন, তাকে ছাড়া আয়াক্সের সাথে কেমন খেলবে দল? পিরলো জুভেন্টাস সমর্থকদের নির্ভার থাকতেই বললেন, ‘রোনালদো ওই ম্যাচের আগে সুস্থ হয়ে ফিরবে কিনা সেটা জানি না। কিন্তু এটা নিশ্চিত, রোনালদো না খেললেও জুভেন্টাস আয়াক্সকে হারাবে।’  

    রিয়ালকে অনেকটা অপ্রত্যাশিতভাবে হারিয়েই কোয়ার্টারে উঠেছে আয়াক্স। রিয়ালকে হারালেও জুভেন্টাসের কাছে পাত্তা পাবে না আয়াক্স, বিশ্বাস পিরলোর, ‘আয়াক্স রিয়ালকে হারিয়েছে এটা সত্যি। কিন্তু রিয়াল খুবই অগোছালো একটা দল ছিল, জুভেন্টাস সেরকম না। আয়াক্সকে হারিয়ে তারা সেমিতে যাবে, এবার শিরোপাও জিততে পারে রোনালদোরা।’

     

     

    এদিকে জুভেন্টাস কোচ মাসিমিলানো আলেগ্রি জানিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত আয়াক্সের বিপক্ষে খেলার চেষ্টা চালিয়ে যাবেন রোনালদো, ‘রোনালদো ধীরে ধীরে সুস্থ হচ্ছে। আয়াক্সের বিপক্ষে তার ফেরাটা কঠিন হবে। তাও আমরা হাল ছাড়ছি না। সোমবারের পরীক্ষার পর তার পায়ের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। এখনো আয়াক্সের বিপক্ষে ম্যাচের আট দিন বাকি। আমাদের হাতে তাই কিছু সময় আছে। তবে রোনালদোকে নিয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা হবে।’