রাতে মুম্বাই, সকালে গলের হয়ে নামলেন মালিঙ্গা
রাতের মুম্বাই-চেন্নাই ম্যাচ দেখে কেউ যদি আজ সকালে শ্রীলংকার ঘরোয়া ক্রিকেটের ম্যাচের আপডেট দেখেন, তার চোখ কপালে উঠতে বাধ্য। গল ও ক্যান্ডির ম্যাচে গলের হয়ে খেলছেন লাসিথ মালিঙ্গা। কিন্তু মালিঙ্গা না কাল রাতেই মুম্বাইয়ের হয়ে বল করলেন! এ কীভাবে সম্ভব? আসলে রাতের আইপিএলের ম্যাচ খেলে আজ সকালেই দেশে ফিরেছেন মালিঙ্গা। সকালে বাড়ি পৌঁছেই আবার মাঠে নেমেছেন গলের জার্সি গায়ে।
অনেক নাটকের পর এবারের আইপিএলে খেলতে এসেছিলেন মালিঙ্গা। নিজেই প্রথমে জানিয়েছিলেন, ঘরোয়া টুর্নামেন্টের জন্যই আইপিএলে খেলবেন না। পরে মুম্বাই ও বিসিসিআইয়ের হস্তক্ষেপে তাঁকে ছাড়পত্র দেয় শ্রীলংকান ক্রিকেট বোর্ড। মুম্বাইয়ের হয়ে খেলতে আসলেও মালিঙ্গা জানিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলতে এপ্রিলের শুরুতেই দেশে ফিরবেন। টুর্নামেন্ট শেষ হলে আবার আইপিএলে ফেরার কথাও নিশ্চিত করেছিলেন।
কাল মুম্বাইয়ের হয়ে মাঠে নেমেছিলেন মালিঙ্গা। তার দুর্দান্ত বোলিংয়েই চেন্নাইকে ৩৭ রানে হারিয়েছে মুম্বাই। ৪ ওভার বল করে ৩৪ রানে তিনি নেন ৩ উইকেট। ঘরোয়া টুর্নামেন্টে গলের হয়ে নামতে হলে আজকে সকালের মাঝেই দেশে ফিরতে হতো তাঁকে। তাই আজ ভোরেই মুম্বাই থেকে শ্রীলংকার উদ্দেশ্যে রওনা দেন মালিঙ্গা। ক্যান্ডিতে পৌঁছে অবশ্য খুব বেশি বিশ্রামের সুযোগ হয়নি তার। বিমানবন্দর থেকে সোজা চলে যান পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে।
গল ও ক্যান্ডির ম্যাচে গলকে নেতৃত্ব দিচ্ছেন মালিঙ্গাই। শেষ খবর পাওয়া পর্যন্ত টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মালিঙ্গার দল করেছেন ৪৮ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান।