গ্রিজমানকে দুয়ো দিতে বারণ ভালভার্দের
‘গ্রিজমান বার্সেলোনাতে আসছেন’, গত বছরের শেষভাগ জুড়ে এমন গুঞ্জন জোরেশোরেই উঠেছিল। তবে শেষ পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সাতে আসেননি আতোইন গ্রিজমান। আসি আসি করেও তাঁর বার্সাতে না আসায় কিছুটা ক্ষুব্ধ কাতালান সমর্থকরাও। আজ লা লিগার মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ন্যু ক্যাম্পে বার্সার মুখোমুখি হবে অ্যাটলেটিকো। গ্রিজমানের দিকে যে 'বিশেষ নজর' থাকবে ন্যু ক্যাম্পের দর্শকের, সেটা বলাই বাহুল্য। বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে অবশ্য সমর্থকদের অনুরোধ করেছেন, তারা যেন গ্রিজমানকে দুয়ো না দেয়।
বার্সাতে আসার গুঞ্জন নিয়ে এক পর্যায়ে মুখ খুলতে বাধ্য হয়েছিলেন গ্রিজমান। নিকট ভবিষ্যতে অ্যাটলেটিকো ছাড়ছেন না, এমনটাই জানিয়েছিলেন তিনি। অ্যাটলেটিকোর পক্ষ থেকেও জানানো হয়েছিল এটাই।
ন্যু ক্যাম্পে আজ যখন মাঠে নামবেন গ্রিজমান, তখন তাঁকে দুয়ো না দেওয়ার আহবান ভালভার্দের, ‘দর্শকদের উচিত হবে প্রতিপক্ষের ফুটবলারদের নিয়ে না ভেবে নিজেদের দলকে নিয়ে ভাবা। আমরা যখন অন্যদের মাঠে যাই, তখন দুয়ো শুনতে ভালো লাগে না। বেশিরভাগ সময়ই এটা হয়। আমি চাইনা আমাদের মাঠে এমন কিছু করুক সমর্থকরা।’
গ্রিজমানের বার্সাতে না আসা নিয়ে আক্ষেপ নেই ভালভার্দের, ‘প্রত্যেক ফুটবলারেরই নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। ক্লাবেরও অধিকার আছে তাদের ফুটবলারদের রেখে দেওয়ার ব্যাপারে। গ্রিজমান বিশ্বমানের একজন ফুটবলার। সে যেকোনো দলে আসলেই সেটা ওই দলের জন্য দারুণ ব্যাপার হবে। তবে তাঁর আসা না আসা নিয়ে খুব একটা ভাবছি না আমি।’
আজ বার্সাকে হারাতে পারলেই লিগ জয়ের আসা কিছুটা হলেও বেঁচে থাকবে অ্যাটলেটিকোর। এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাইছেন না অ্যাটলেটিক কোচ ডিয়েগো সিমিওনে, ‘ আমাদের লা লিগার জেতার একটাই সুযোগ আছে, সেটা হচ্ছে বার্সাকে হারিয়ে পয়েন্টের ব্যবধান কমানো। এই ম্যাচের ওপরেই সবকিছু নির্ভর করছে। তারা আমাদের চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছে। তাই জয় ছাড়া অন্য কিছু ভাবার কোন সুযোগই নেই।’
আজ বার্সা জিতলে ১১ পয়েন্টের লিড নেবে তারা। এই জয়েই অনেকটা নিশ্চিত হয়ে যাবে লিওনেল মেসিদের লিগ শিরোপা।