স্বস্তি নিয়েই ব্যাট ধরলেন মাহমুদউল্লাহ
২১ দিন তো ব্যাট ধরলাম না, আর কত?
আজ ভরদুপুরে মিরপুর একাডেমিতে মাঠে নামার সময় হাসিমুখেই উপস্থিত সাংবাদিকদের বলছিলেন মাহমুদউল্লাহ। গত সপ্তাহেই জানা গিয়েছিল কাঁধের চোটটা একদম উপেক্ষা করার মতো নয়। তবে সেটি যে বিশ্বকাপ না খেলার মতো গুরুতর নয়, আজ একাডেমিতে ব্যাটিং অনুশীলন করে সেই প্রমাণই দিলেন।
চোটটা অবশ্য অনেক আগের। তবে সেটি মোটামুটি বড় হয়েছিল নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে। ডাইভ দিতে গিয়ে ব্যথা পেয়েছিলেন কাঁধে। প্রথম টেস্টে এক ওভার বল করেই আর বল হাতে নিতে পারেননি ব্যথায়। পরের টেস্টে ব্যাটিং করেছেন বটে, তবে বল করা হয়নি। কাঁধের অবস্থা যে খারাপ হয়েছে, সেটা বোঝা গেছে ঢাকায় ফিরে এমআরএই করানোর পর। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, গ্রেড থ্রি টিয়ার হয়েছে কাঁধে। কাছাকাছি রকম চোটে মোস্তাফিজুর রহমান প্রায় ছয় মাস নামতে পারেননি মাঠে।
তবে মাহমুদউল্লাহ মূলত ব্যাটসম্যান বলে শঙ্কাটা সেরকম ছিল না। দুই দিন আগে বিসিবি অফিসে দেখা হওয়ার পরেই বলেছিলেন, ব্যথা কমে যাচ্ছে। বোর্ড থেকে ১৫ দিন বিশ্রামে থাকার জন্য বলা হয়েছিল। এর মধ্যে রানিং করলেও ব্যাট ধরার জন্য আজ ততদিন পর্যন্ত অপেক্ষা করেননি। দুপুর পৌনে দুইটা থেকে আড়াইটা পর্যন্ত ৪৫ মিনিটের মতো ব্যাট করেছেন একাডেমির নেটে। মূলত স্পিনারদেরই বেশি খেলেছেন, পেসারদেরও বলও সামলেছেন।
অনুশীলন শেষে কেমন বোধ করছেন জানতে চাওয়া হলে মাহমুদউল্লাহ শুধু ছোট্ট করে বললেন, ‘আলহামদুদিল্লাহ এখন অনেক ভালো। ব্যথা ছাড়াই ব্যাট করেছি। অস্বস্তি ছিল না খুব একটা।’ সেই সময় তাঁকে কাছ থেকে দেখেছেন জাতীয় দলের সহকারী ফিজিও বায়েজীদ ইসলাম। তিনি অবশ্য কোনো মন্তব্য করেননি।
তবে মাহমুদউল্লাহর স্বস্তিটা বলে দিচ্ছিল, খুব বড় অঘটন না ঘটলে সামনের মাসে আয়ারল্যান্ড সিরিজেই তাঁকে পাওয়া যেতে পারে। তবে বোলার মাহমুদউল্লাহ কবে ফিরবেন, অপেক্ষা সেটারই।