• লা লিগা
  • " />

     

    ক্যাসিয়াসকে সরিয়ে সবার ওপরে মেসি

    ক্যাসিয়াসকে সরিয়ে সবার ওপরে মেসি    

    ইকার ক্যাসিয়াসকে ছুঁয়েছিলেন গত সপ্তাহেই। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করেই বার্সেলোনাকে জিতিয়েছেন লিওনেল মেসি। এই জয়ে লিগ শিরোপার আরও কাছে পৌঁছে গেছে বার্সা, একই সাথে ইতিহাসও গড়া হয়ে গেছে মেসির। ক্যাসিয়াসকে পেছনে ফেলে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এখন মেসিরই।

     

     

    রিয়াল মাদ্রিদের হয়ে ক্যাসিয়াস জিতেছিলেন ৩৩৪ টি ম্যাচ। গত সপ্তাহে এস্পানিওলের বিপক্ষে জিতে তাঁকে ছুঁয়েছিলেন মেসি। ভিয়ারিয়ালের সাথে ৪-৪ গোলে ড্র করায় সেই রেকর্ডটা হয়নি মেসির।

    অ্যাটলেটিকোর বিপক্ষে ন্যু ক্যাম্পে কাল গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল বার্সা। লুইস সুয়ারেজের পর মেসির গোলেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে কাতালানরা। এটা বার্সার জার্সি গায়ে লা লিগায় মেসির ৩৩৫ তম জয়। এই জয় পেতে মেসিকে খেলতে হয়েছে ৪৪৭টি ম্যাচ। ক্যাসিয়াস রিয়ালের হয়ে খেলেছিলেন ৫১০টি ম্যাচ।

    ক্যাসিয়াসের পরেই রয়েছেন স্প্যানিশ গোলরক্ষক আন্দোনি জুবিজারেতা। লা লিগায় তার জয়ের সংখ্যা ৩৩৩ টি। চতুর্থ স্থানে আছে রিয়াল কিংবদন্তি রাউল, তিনি জিতেছেন ৩২৪টি। এরপর আছে বার্সার জাভি, লা লিগায় তিনি জিতেছেন ৩২২টি ম্যাচ।