• লা লিগা
  • " />

     

    রেফারিকে অপমান করে পার পেয়ে গেছে বার্সা: সিমিওনে

    রেফারিকে অপমান করে পার পেয়ে গেছে বার্সা: সিমিওনে    

    ম্যাচের তখন আধ ঘণ্টাও পেরোয়নি। ২৮ মিনিটেই রেফারির সাথে তর্কে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেলেন অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো কস্তা। পরে জানা যায়, কস্তা আসলে রেফারির মাকে গালি দিয়েছিলেন! বার্সেলোনার কাছে ২-০ গোলে হারের পর অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে অবশ্য বলছেন, বার্সা ফুটবলাররাও রেফারিকে এমন অপমান করে পার পেয়ে গেছে।

    ন্যু ক্যাম্পে ২৮ মিনিটেই দশ জনের দলে পরিণত হয় অ্যাটলেটিকো। অ্যাডভান্টেজ না পেয়ে রেফারি হেসুস গিল মানজানোর দিকে তেড়ে গিয়েছিলেন কস্তা। রেফারিকে কিছু একটা বলার পর রেগে গিয়ে রেফারি তাঁকে লাল কার্ড দেখান। পুরো ম্যাচেই একজন কম নিয়ে খেলার অভাবটা বুঝেছে সিমিওনের দল।

    ম্যাচের পর জানা যায়, কস্তা আসলে রেফারির মাকে নিয়ে কটূক্তি করেছিলেন। সিমিওনের দাবি, বার্সা ফুটবলাররা এমন করলে রেফারি লাল কার্ড দেখাতেন না, ‘আমি রেফারিকে বলেছি, কস্তা যদি এত বাজে কথাই বলে থাকে, তাহলে বার্সার কেউ যখন এসব বলে তখন কেন তারা পার পেয়ে যায়? কস্তা যদি সত্যি ওসব বলে থাকে তাহলে তার লাল কার্ডই দেখা উচিত। গত এগার ম্যাচে আমাদের সাতজন লাল কার্ড দেখেছে। আমাদের ভুলটা কী হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। আমার মনে আছে, তোরেসকেও এখানে লাল কার্ড দেখতে হয়েছিল।’

     

     

    কস্তার লাল কার্ডে সিমিওনের মতো চটেছেন অ্যাটলেটিকো মিডফিল্ডার কোকেও, ‘ কস্তার লাল কার্ডের আগ পর্যন্ত আমরা ভালোই খেলছিলাম। এরপরই সব বদলে গেলো। আমরা ন্যু ক্যাম্পে এলেই এরকম কিছু হয়। বার্সার বিপক্ষে অনেক লাল কার্ড দেখেছি আমরা। এর মাঝে বেশিরভাগই ভুল সিদ্ধান্ত ছিল।’