• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কোয়ার্টার ফাইনাল গেরো কাটবে মেসির?

    কোয়ার্টার ফাইনাল গেরো কাটবে মেসির?    

    চ্যাম্পিয়নস লিগ জিতেছেন চারবার। এই টুর্নামেন্টের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ইতিহাসেরও অন্যতম সেরা। কিন্তু লিওনেল মেসি আটকে গেছেন একটা জায়গায়। কোয়ার্টার ফাইনাল এলেই যেন ভুলে যাচ্ছেন গোল করা। 

    গত তিনবার বার্সেলোনা কোয়ার্টার ফাইনালই পার হতে পারেনি। অ্যাটলেটিকো মাদ্রিদ, জুভেন্টাস ও রোমার কাছে হেরে বাদ পড়েছিল বার্সা। ওই ৬ ম্যাচে একবারও গোল পাননি মেসি। সবশেষ চ্যাম্পিয়নস লিগের এই ধাপে গোল করেছিলেন ২০১৩ সালে পিএসজির বিপক্ষে। ২-২ গোলে ড্র হওয়া ওই ম্যাচে একটি গোল করেছিলেন মেসি। 

    কোয়ার্টার ফাইনাল বাধা পার হওয়ার সঙ্গে তাই মেসির জন্যও ব্যক্তিগত চ্যালেঞ্জ অপেক্ষা করছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ইংলিশ প্রতিপক্ষ হওয়ায় আবার মেসির গোল করার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে আরও। চ্যাম্পিয়নস লিগে বরাবরই মেসির প্রিয় প্রতিপক্ষ ইংলিশ দল। এখন পর্যন্ত ২২ গোল করেছেন ইংলিশ ক্লাবের বিপক্ষে। যেটা আবার ইতিহাসের সর্বোচ্চ।

    মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো আবার এদিক দিয়ে এগিয়ে গেছেন ঢের। কোয়ার্টার ফাইনালে ২০ ম্যাচ খেলে রোনালদোর গোল ২৩টি। আর কোয়ার্টার ফাইনালে মেসির গোল ১০টি। এই মৌসুমে এখন পর্যন্ত লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা মেসি। দুর্দান্ত ফর্মে থাকা মেসি এবার নেমেছেন নতুন মিশনে। গেরোটা কি এবার কাটাতে পারবেন?