খাওয়াজাকেই বিশ্বকাপ দলে দেখছেন না ওয়ার্ন!
স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার ফিরলে বিশ্বকাপে স্কোয়াডে তার জায়গা হবে কিনা, সেটা নিয়ে আলোচনা চলছে গত দুই মাস ধরেই। দারুণ ফর্মে থাকা উসমান খাওয়াজা নিজেও বলেছেন, স্মিথ-ওয়ার্নারের জন্য তাঁকে বাদ দেওয়া হলেও খুব একটা কষ্ট পাবেন না। কিছুদিনের মাঝেই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে অস্ট্রেলিয়া। সাবেক বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন তার আগেই নিজের পছন্দের ১৫ জনের তালিকা দিলেন, সেই দলে নেই খাওয়াজা।
২০১৯ সালে এখন পর্যন্ত ওয়ানডেতে সবচেয়ে বেশি রান খাওয়াজারই। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ জয়েও মুখ্য ভূমিকা ছিল তার। সেই সিরিজে দুটি সেঞ্চুরিও পেয়েছেন তিনি। শেষ ১৩ ম্যাচে খাওয়াজার রান ৭৬৯, গড় ৫৯.১৫! তবে এমন দুর্দান্ত পারফরম্যান্সেও স্বস্তি মিলছে না তার। স্মিথ-ওয়ার্নারের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে মার্চেই। নিশ্চিতভাবেই তাদের দুইজনকে বিশ্বকাপ স্কোয়াডে রাখতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে বাদও পড়তে পারেন খাওয়াজা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার আগেই ওয়ার্ন তার বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিয়েছেন খাওয়াজাকে। গত দেড় বছর ধরে বরাবরই খাওয়াজার সমালোচনায় মুখর ছিলেন ওয়ার্ন। খাওয়াজার পাশাপাশি তার দলে জায়গা হয়নি পিটার হ্যান্ডসকম্ব ও মিচেল মার্শের, জস হ্যাজলউডেরও।
ওয়ার্ন তার দলে রেখেছেন স্মিথ-ওয়ার্নারকে। সেখানে আছেন মাত্র চারটি ওয়ানডে খেলা ডিআর্কি শর্টও। ওয়ার্নারের সাথে তাঁকেই ওপেনিংয়ে নামতে দেখতে চান ওয়ার্ন। এই মৌসুমে বিগ ব্যাশে সর্বোচ্চ রান করেছেন শর্টই। ১৪০ স্ট্রাইক রেটে ৫৩.০৮ গড়ে ৬৩৭ রান করেছেন তিনি। অ্যারন ফিঞ্চকে তিনে রেখেছেন তিনি, এরপর নামবেন স্মিথ।
ওয়ার্নের বিশ্বকাপ স্কোয়াড
ডেভিড ওয়ার্নার, ডিআর্কি শর্ট, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, শন মার্শ, নাথান লায়ন, অ্যাস্টন টার্নার, নাথান কোল্টার নাইল।