• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'মেসি-রোনালদো আর আগের মতো নেই'

    'মেসি-রোনালদো আর আগের মতো নেই'    

    ফুটবলারদের বয়সের হিসেবে একজন এখন ‘বুড়ো’, আরেকজন চলেছেন ‘বুড়ো’ হতে। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পারফরম্যান্সে অবশ্য সেটার কোনো ছাপ নেই, বরং বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দুজনেই ছুটছেন এখনো। কিন্তু বায়ার্নের সাবেক কোচ ওটমার হিজফেল্ড মনে করছেন, মেসি-রোনালদো সেই আগের মেসি-রোনালদো নেই, দুজনে পেছনে ফেলে এসেছেন তাঁদের সেরা সময়।

    হিজফেল্ড বলেই কথাটা আলোচনায়। বায়ার্ন ও ডর্টমুন্ডের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, ক্লাব ফুটবলের সফলতম কোচদের একজন। হিজফেল্ড মনে করছেন, এবারের চ্যাম্পিয়নস লিগে মেসি-রোনালদোর সেই ক্যারিশমা আর কাজে দেবে না, ‘আমি তো মনে করি এবার ইংলিশ ক্লাবগুলোরই সেরা সুযোগ। কারণ হয়তো মেসি আগের মতো আর অসাধারণ নেই। এবং ক্রিশ্চিয়ানো রোনালদোও। এখনও রোনালদো গোল করছে, তবে জুভেন্টাসের শেষ চারে যাওয়া কঠিন হবে। যদিও ট্যাকটিক্যালি তারা এখনও দারুণ দল।’

    ‘আমার মনে হচ্ছে কোনো ইংলিশ দলই এবার ভালো করবে। ম্যানচেস্টার সিটি বা লিভারপুলের মধ্যে কেউ একজন ফাইনালে যাচ্ছেই।

     

     

    পরিসংখ্যান অবশ্য বলছে অন্য কথা। এই মৌসুমেও বার্সার হয়ে ৪৩ গোল করেছেন মেসি, ইউরোপের শীর্ষে পাঁচ লিগে এর চেয়ে বেশি গোল এই কারও। বার্সার হয়ে লা লিগা জয়ের পথেও আছেন। রোনালদো ২৪ গোল নিয়ে খানিকটা পিছিয়ে, তবে অ্যাটলেটিকোর বিপক্ষে তাঁর দুর্দান্ত হ্যাটট্রিক প্রমাণ করেছে নিজের দিনে যে কোনো রক্ষণ তছনছ করে দিতে পারেন। জুভেন্টাসের হয়ে সিরি আ জেতাটাও এখন সময়ের ব্যাপার রোনালদোর। যদিও চোটের জন্য আগামীকাল বুধবার আয়াক্সের বিপক্ষে মাঠে নামা নিয়ে সংশয় আছে সিআর সেভেনের।

    গত বছর ব্যালন ডি অর দুজনের ফস্কে গেলেও এবার এখন পর্যন্ত তাঁদের কারও পক্ষেই বাজি থাকবে বেশি।