• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    উন্মোচন হলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জার্সি

    উন্মোচন হলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জার্সি    

    বিশ্বকাপের জন্য নতুন জার্সি উন্মুক্ত করেছে অস্ট্রেলিয়ার কিট সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাসিকস। ভারতের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে পরা ‘রেট্রো’ ঘরানারই জার্সি এটি। 

    ইংল্যান্ড বিশ্বকাপে এই জার্সিই পরবে অস্ট্রেলিয়া


    বরাবরের মতোই এ জার্সিতে আছে হলুদের আধিক্য। সঙ্গে হালকা সবুজের কলার। সবুজ আছে কাঁধ, শার্টের দুই দিকেও। সঙ্গে ট্রাউজারসের দুইপাশ দিয়ে আছে সবুজের একটা হালকা রেখা। 

    ১৯৯২- প্রথমবার বিশ্বকাপে রঙের ছোঁয়া, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যে রঙ ছিল হলুদ


    ১৯৯২ সালে রঙিন জার্সি চালু হওয়ার পর থেকে বিশ্বকাপ সবচেয়ে রঙিন হয়েছে অস্ট্রেলিয়ার হলুদ রঙেই। ১৯৯৯, ২০০৩, ২০০৭ সালের পর তারা জিতেছে ২০১৫ সালে হওয়া শেষ বিশ্বকাপেও। 

    ১৯৯৬- এই জার্সি গিয়েছিল ফাইনাল পর্যন্ত


    ১৯৯৯ সালের জার্সিটা অবশ্য ফিরে আসছে আবার, সামনের অস্ট্রেলিয়ান গ্রীষ্মে তারা পরবে সে জার্সিটাই। দর্শকদের ভোটে সম্প্রতি নির্ধারিত হয়েছে সেটি। 

    ১৯৯৯- সামনের অস্ট্রেলিয়ার গ্রীষ্মে আবার দেখা যাবে এই জার্সি, যেটি বানিয়েছিল অ্যাসিকসই


    ২০০৩- দাপুটে অস্ট্রেলিয়া


    ২০০৭- সেবার হলুদটা ছিল একটু অন্যরকম। সোনালী অস্ট্রেলিয়া, সোনালী বিশ্বকাপ!


    ২০১১- এ শতাব্দীতে এই জার্সিতেই শুধু সাফল্য নেই অস্ট্রেলিয়ার


    ২০১৫- অস্ট্রেলিয়ার রঙ হলুদ। বিশ্বকাপের রঙ হলুদ।