• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    শুধু মেসি নয়, বার্সাকে নিয়েও ভাবছে ইউনাইটেড

    শুধু মেসি নয়, বার্সাকে নিয়েও ভাবছে ইউনাইটেড    

    বার্সেলোনার বিপক্ষের ম্যাচের আগে তাঁকে নিয়েই বেশি আলোচনা হয় প্রতিপক্ষ শিবিরে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ম্যাচেও এর ব্যতিক্রম হচ্ছে না। তবে শুধু লিওনেল মেসিকে নিয়েই ভাবছে না ইউনাইটেড। ইউনাইটেড ডিফেন্ডার ক্রিস স্মলিং ও কোচ ওলে গানার সোলশার জানিয়েছেন, শুধু মেসিকে আটকানো নয়, পুরো বার্সাকে নিয়েই ভাবছেন তারা।

    প্রতিপক্ষ যখন মেসি, ডিফেন্ডারদের মনে দুশ্চিন্তা আসাটাই হয়ত স্বাভাবিক। স্মলিং অবশ্য মেসির বিপক্ষে মাঠে নামাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন, ‘আমি রোনালদো, এমবাপ্পেদের মতো ফুটবলারদের বিপক্ষে খেলেছি। এরকম চ্যালেঞ্জ নিতে আমার ভালোই লাগে। মেসির বিপক্ষে মাঠে নামতে তর সইছে না! আর তাদের দলে তো শুধু মেসি নেই; সুয়ারেজ, কুতিনিয়ো, ভিদালরাও আছেন। শুধু একজনের দিকে মনোযোগ দিলে তো হবে না। এগারো জনকে নিয়েই ভাবতে হবে।’

    বার্সার বিপক্ষে ইউনাইটেড রক্ষণভাগকে সবসময় মনোযোগ ধরে রাখতে হবে বলেই সতর্ক করলেন স্মলিং, ‘আমাদের শেষ বাঁশি বাজা পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হবে। একটু ভুল করলেই শাস্তি পেতে হবে। তারা এক মুহূর্তেই ম্যাচের ভাগ্য পাল্টে দিতে পারে।’

    এদিকে সোলশার বলছেন, মেসিকে আটকানো কঠিন হলেও অসম্ভব নয়, ‘মেসি এই মৌসুমে কয়বার বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি কিকে গোল করেছে? আমাদের ভাগ্য এতো ভালো না। সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাঁকে আটকানো কঠিন, কিন্তু অসম্ভব তো না!’

     

     

    বার্সার বিপক্ষে ডিফেন্ডারদের একটু বেশি সতর্ক থাকতে বললেন সোলশার, ‘অনুশীলনের সময় সবার মুড দেখেই বুঝেছি, একটু হলেও দুশ্চিন্তা কাজ করছে দলের মাঝে। পিএসজির বিপক্ষে দ্বিতীয় লেগের আগেও এমনটা ছিল। আমাদের ফাউল করার ব্যাপারে একটু সতর্ক হতে হবে। আমরা বার্সেলোনার বিপক্ষে খেলার জন্য একদম প্রস্তুত।’