হুয়েস্কার বিপক্ষে বিশ্রামে মেসি?
বল দখলে নেওয়ার জন্য লাফিয়ে উঠেছিলেন দুজনই। ক্রিস স্মলিং লিওনেল মেসির চেয়ে একটু আগেই লাফালেন, তাঁর ডান হাত সজোরে এসে লাগল মেসির মুখে। আর এতেই মেসির নাক মুখ ফেটে একাকার। রক্তাক্ত মেসিকে বেশ কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসাও দিল বার্সেলোনার মেডিকেল দল। ম্যাচের বাকিটা সময় নির্বিঘ্নে খেললেও নাকের ব্যথার জন্য হুয়েস্কার বিপক্ষে লা লিগার পরের ম্যাচে নাও খেলতে পারেন মেসি।
ম্যাচের ৩০ মিনিটে স্মলিংয়ের সাথে সংঘর্ষে বেশ ভালোই আঘাত পেয়েছেন মেসি। তাঁর নাক দিয়েও রক্ত বের হচ্ছিল, নাকের ওপরে খানিকটা কেটেও গেছে। প্রথমে ধারণা করা হয়েছিল, মেসির নাকের হাড়ে হয়ত চিড় ধরেছে। বার্সার পক্ষ থেকে পরে জানানো হয়েছে, আঘাত খুব একটা গুরুতর না। তবে বার্সেলোনাতে ফেরার পর ডাক্তাররা মেসির নাক পরীক্ষা করবেন।
সামনের সপ্তাহেই ন্যু ক্যাম্পে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে মাঠে নামবে বার্সা। এর আগে আগামী পরশু হুয়েস্কার বিপক্ষে লিগের ম্যাচে তাই বিশ্রাম নিতে পারেন মেসি। ১১ পয়েন্টের লিড নিয়ে শীর্ষে থাকা বার্সা কোয়ার্টারের দ্বিতীয় লেগের আগে মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না।
মেসির সতীর্থ সার্জিও বুসকেটস বলছেন, অমন আঘাতের পরেও মেসির খেলে যাওয়া তাঁর সাহসিকতার প্রমাণ, ‘খুব বাজেভাবে আঘাত পেয়েছে সে, অনেক রক্তও বের হচ্ছিল। পুরোটা সময়ই সে অস্বস্তি নিয়ে খেলেছে এরপর। কিন্তু খুব সাহসিকতার সাথেই ম্যাচের বাকি সময় মাঠে ছিল সে। নিজের সবটুকু দিয়েই খেলেছে সে, যেমনটা সে সবসময়ই করে।’
যদি ১৬ এপ্রিলের আগে মেসির নাক স্বাভাবিক অবস্থায় না আসে, তাহলে ন্যু ক্যাম্পে ইউনাইটেডের বিপক্ষে হয়ত মাস্ক পরেই মাঠে নামতে পারেন মেসি।