• ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
  • " />

     

    মুশফিক, মাহমুদউল্লাহ, সাইফদের নিয়ে চিন্তার কিছু দেখছে না বিসিবি

    মুশফিক, মাহমুদউল্লাহ, সাইফদের নিয়ে চিন্তার কিছু দেখছে না বিসিবি    

    সেই এশিয়া কাপ থেকে শুরু। তামিম ইকবাল ও সাকিব আল হাসানকেও লম্বা সময়ের জন্য যেতে হয়েছে মাঠের বাইরে। দুজন ফিরেছেন এরপর, তবে নিউজিল্যান্ড সিরিজে চোটের জন্য আবারও দর্শক মুশফিকুর রহিম। মুশফিকের চোট এখনো আছে, মাহমুদউল্লাহ-রুবেল-সাইফ উদ্দিনেরও ছোটোখাটো সমস্যা আছে চোটের। জাতীয় দলের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী আজ নিশ্চিত করলেন, কারও সমস্যাই গুরুতর কিছু নয়।

    মুশফিক চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই। ডান হাতের বুড়ো আঙুলের ওই চোট প্রথম দুই টেস্টেই নামতে দেয়নি তাঁকে। সেটি থেকে সেরে উঠেছেন, তবে পাঁজরের পুরনো সমস্যাটা থেকে গেছে এখনো। ডা. দেবাশীষ বলছেন, এটি না খেলার মতো নয়, ‘মুশফিকের কিছুটা রিব ট্রমার ব্যথা ছিল। যদিও খেলাধূলার সঙ্গে এটার তেমন সম্পর্ক নেই, খেলতে কোন সমস্যা হচ্ছে না। তবে ও যেহেতু পাজরে কিছুটা ব্যথার কথা কমপ্লেইন করছিল, তাই আমরা ওকে এমআরআই স্ক্যান করাই। স্ক্যানে ওর হাড়ে কোন সমস্যা ধরা পড়েনি। রিপোর্টটা নর্মাল এসেছে। আশা করছি ওর খেলতে কোন সমস্যা হবে না।’

    মাহমুদউল্লাহর সমস্যাটাও নিউজিল্যান্ড সিরিজেই, কাঁধের চোটের জন্য বেশ কিছুদিন ব্যাটই ধরতে পারেননি। এই সপ্তাহেই অবশ্য নেট করেছেন, তবে বল কবে করবেন সেটি নিয়ে এখনো আছেন সংশয়। ডা. দেবাশীষ তাঁকে নিয়েও দুশ্চিন্তার কিছু দেখছেন না, ‘  রিয়াদ ওর রিহ্যাব প্রোগ্রামের মধ্যেই আছে। আপাতত ও ব্যাটিং প্র্যাকটিস করছে এবং সব ধরণের শটও খেলতে পারছে। কোন কমপ্লেইন ওর নেই এ ব্যাপারে। আমরা আস্তে আস্তে ওর বোলিং এবং ফিল্ডিং ট্রেনিংয়ের ব্যবস্থা করবো। এখন পর্যন্ত ওর অগ্রগতি সন্তোষজনক। ক্যাম্পে যোগ দিতে ওর কোন সমস্যা হবে না। ’

    রুবেল হোসেনও নিউজিল্যান্ড থেকে ফেরার পর নিয়মিত মাঠে নামতে পারেননি। সাইড স্ট্রেইনের চোট গুরুতর কিছু নয় বলে জানালেন দেবাশীষ চৌধুরী, ‘রুবেলের রিহ্যাব এই সপ্তাহে শেষ হতে যাচ্ছে। শনিবার থেকে ওর বোলিং প্র্যাকটিস শুরু হবে। আশা করছি পর্যাপ্ত পূনর্বাসন এবং বিশ্রাম পেয়েছে ও। ’

     

     

    তবে সাইফ উদ্দিনের সমস্যা কিছুটা জটিল ছিল। প্রিমিয়ার লিগে নিয়মিত খেলছেন, ব্যাট-বলে ভালোও করছেন। কিন্তু লম্বা থ্রো করতে পারছেন না। সেটার জন্য ইঞ্জেকশন নিতে হতে পারে, এমন একটা খবর জানা গিয়েছিল বিসিবির সূত্র থেকে। বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ অবশ্য বললেন, এই মুহূর্তে সেরকম কিছু ভাবছেন না তারা, ‘সাইফউদ্দিন এখন এই মুহুর্তে খেলার মধ্যেই আছে। ফিটনেসজনিত কারণে কিন্তু ও খেলা থেকে দূরে নেই। ও সব খেলাই খেলছে এবং যথেষ্ঠ ভালো পারফর্ম করছে। ওর ব্যাপারে আমরা যথেষ্ঠ খুশি। এই মুহুর্তে আমরা ইঞ্জেকশনের চিন্তা করছি না। কারণ ইঞ্জেকশন দিলে একটা লম্বা সময় বিশ্রামের ব্যাপার থাকে। কোচের সাথে আলোচনা করলে হয়তো টেকনিক্যাল ব্যাপারগুলি সুবিধা হতো। আমরা কেবল মেডিক্যাল ব্যাপারগুলোই আলোচনা করতে পারি।’