বিশ্বকাপে কারা ওপেন করবে জানেন না ফিঞ্চ
সংবাদ সম্মেলনে এই ইস্যুটা নিয়ে যে একটু বেশিই আলোচনা হবে, সেটা বোধহয় আগেই আঁচ করতে পেরেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর অধিনায়ক অ্যারন ফিঞ্চ তাই ওপেনিং জুটি নিয়ে অনেকটা সময় ধরেই কথা বললেন। ডেভিড ওয়ার্নার না উসমান খাওয়াজা, ফিঞ্চের সাথে ওপেন করবেন কে? নাকি এই দুইজন ওপেনিংয়ে নামবেন, তিনে নামবেন ফিঞ্চ? ফিঞ্চ বলছেন, বিশ্বকাপে শেষ পর্যন্ত কোন দুইজন ওপেন করবে সেটা তিনি নিজেও জানেন না।
অনেকেই ধারণা করেছিলেন, স্মিথ-ওয়ার্নারকে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন খাওয়াজা। এতে ওয়ার্নার-ফিঞ্চই ওপেন করতেন বিশ্বকাপে। তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা খাওয়াজকে ১৫ জনের স্কোয়াডে রাখা হয়েছে। বিশ্বকাপে ওপেনিংয়ে কে নামবেন, নতুন করে শুরু হয়েছে এই আলোচনা।
ফিঞ্চ বলছেন, বিশ্বকাপে শেষ পর্যন্ত কোন দুইজন ওপেনিংয়ে নামবেন, সেটা এখনো নির্ধারিত হয়নি, ‘আগামী ছয় থেকে আট সপ্তাহে এটা নিয়ে বিস্তর আলোচনা হবে। বিশ্বকাপে ওপেনিংয়ে কোন দুইজন নামলে দলের জন্য ভালো হয় সেটা এর মাঝেই ঠিক করা হবে। ওপেনিংয়ে ওয়ার্নের রেকর্ড অবিশ্বাস্য, খাওয়াজাও দারুণ খেলছে সাম্প্রতিক সময়ে। যে সিদ্ধান্তই নেওয়া হোক, বিশ্বকাপের সময় অদল বদল করে ওপেনিং জুটি গড়ার সম্ভাবনাই বেশি।’
দল চাইলে ফিঞ্চও তিন নম্বরে নামতে পারেন, ‘আমাদের তিনজনের যে কেউই তিনে ব্যাট করতে পারে। তবে এই পজিশনে আমার অভিজ্ঞতা সবচেয়ে কম। এটাও ভাবার বিষয়। এছাড়া ডানহাতি বামহাতি কম্বিনেশনটাও ভালো হয়।’
শেষ ১৩ ওয়ানডেতে খাওয়াজার রান ৭৬৯। খাওয়াজার এমন পারফরম্যান্স বিশ্বকাপেও চান ফিঞ্চ, ‘গত ছয় মাসে খাওয়াজা অবিশ্বাস্য ব্যাটিং করেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে তার রান আছে, সেঞ্চুরিও আছে। একবার ক্রিজে সেট হয়ে গেলে তাকে আউট করা খুব কঠিন।’
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপে স্কোয়াডে ফিরেছেন স্মিথ-ওয়ার্নার। বিশ্বকাপে তাঁরা দুজন স্বরূপে ফিরবেন, এমনটাই আশা ফিঞ্চের, ‘চাপে ভালো খেলাই বিশ্বমানের ক্রিকেটারের লক্ষণ। স্মিথ-ওয়ার্নার দুজনই সেটা করে। আইপিএলে ওয়ার্নার দারুণ খেলছে। স্মিথের শুরুটা হয়ত আশানরুপ হয়নি, এটা হয়ত ইনজুরির কারণে। কিন্তু তাঁরা দুজনই দুর্দান্ত ক্রিকেটার, এটা তাঁরা বিশ্বকাপেই আবার প্রমাণ করবে।’