সাকিবকে চিঠি দেবে বিসিবি, কালই বিশ্বকাপের দল ঘোষণা
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান আভাস দিয়েছিলেন, ১৯ বা ১৮ এপ্রিল দেওয়া হবে ঘোষণা। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, কাল বা পরশুই দেওয়া হতে পারে বিশ্বকাপে বাংলাদেশের ১৫ জনের দল। পরে আনুষ্ঠানিক বার্তায় বিসিবি জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার ১২.৩০টায় ঘোষণা করা হবে দল। ২২ তারিখ থেকে শুরু হবে ক্যাম্প, তার আগেই চিঠি দেওয়া হবে এই মুহূর্তে আইপিএলে খেলা সাকিব আল হাসানকে।
আজ মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান বললেন, যেহেতু দল সামনের মাস পর্যন্ত আইসিসির অনুমোদনসাপেক্ষে পরিবর্তন করার সুযোগ আছে, সেই হিসেবে দল ঘোষণা করে দিতে পারেন নির্বাচকেরা, ‘আমার মনে হয় টিম কালকে বা পরশু দিয়ে দিবে। আমার ইনিশিয়াল একটা ধারনা ছিল যে ১৮ তারিখের মধ্যে টিম ঘোষণা দিতে হবে এবং সেটা সহজে চেইঞ্জ করা যাবে না যদি কোনো ইনজুরি না থাকে। আমরা এখন জানতে পেরেছি যে সময় আছে। ২২ মে পর্যন্ত সময় আছে, উই ক্যান চেইঞ্জ কাউকে না বলেই। আমাদের ট্রাই নেশনটা আছে, ওটা ১৮ তারিখ শেষ হয়ে যাচ্ছে, আমাদের তো একটা সময় আছেই।’
সৌম্য, সাব্বিরসহ কয়েকজন ফর্মে নেই, আবার মাহমুদউল্লাহ-রুবেলসহ কয়েকজনের চোটের সমস্যা আছে। তবে বিশ্বকাপের আগে যেহেতু বদলের সুযোগ থাকছে, এখন দল দিয়ে দিতে সমস্যা নেই, ‘আমাদের যাদেরকে নিয়ে চিন্তাভাবনা করছে, তাদের ফর্ম ভালো হচ্ছে না। এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, ইনজুরি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেক খেলোয়াড়কেই আমরা ধরেছিলাম বিশ্বকাপ স্কোয়াডে থাকবে। কিন্তু এখনো তারা পুরোপুরি সুস্থ না। এই জিনিস গুলো কন্সিডারেশনে নেয়ার জন্যই একটু সমস্যা হচ্ছিলো, ১৫ জনের স্কোয়াডটা এখনই ডিক্লেয়ার করা। যেহেতু আমাদের সময় আছে, আমি বলতে এসেছিলাম যে, তোমরা স্কোয়াড দিয়ে দাও ১৫ জনের। মে’র ১২ তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে যদি কারো ইনজুরি থাকে, সে যদি ভালো পারফর্ম করে, তার আসার একটা সুযোগ আছে।’
২২ তারিখ থেকে ক্যাম্প শুরু হলেও সাকিব আছেন আইপিএলে। সেখানে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য দেশ থেকে উড়িয়ে নিয়ে গেছেন কোচ ও গুরু মোহাম্মদ সালাহউদ্দিনকেও। বিসিবি সভাপতি অবশ্য জানালেন, ক্যাম্প শুরু হলে সাকিবকে যোগ দেওয়ার জন্য চিঠি দেবে বিসিবি। তবে সেখানে যে সাকিবকে যোগ দিতেই হবে, এমন কিছু বলেননি, ‘আমাদের যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে, এছাড়া আমাদের সাথে ক্যাম্প শুরু হলে সে আসবে কি আসবে না এটা নিয়ে কথা হয়নি। আমার মনে হয়েছে ক্যাম্প শুরু হচ্ছে, একটা চিঠি দেয়া দরকার, সো দ্যাট হি ক্যান জয়েন। ক্যাম্প ২২ তারিখ থেকে শুরু হচ্ছে।’