• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রোনালদো আছেন বলেই নির্ভার আলেগ্রি

    রোনালদো আছেন বলেই নির্ভার আলেগ্রি    

    রিয়াল মাদ্রিদের হ্যাটট্রিক শিরোপা জেতার মূল নায়ক ছিলেন তিনিই। রিয়াল ছেড়ে জুভেন্টাসে এসেও দলকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে নিয়ে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আয়াক্সের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচের আগে জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলছেন, রোনালদো দলে আছে বলেই কিছুটা নির্ভার আছেন তিনি।

    আগের রাউন্ডে বাদ পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল জুভেন্টাস। দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করেই তুরিনের ওল্ড লেডিদের চ্যাম্পিয়নস লিগ জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন রোনালদো। মাঝে ইনজুরির কারণে প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। প্রথম লেগে খেলার কথা না থাকলেও শেষ মুহূর্তে সুস্থ হয়েই আয়াক্সের বিপক্ষে মাঠে নামেন সিআর সেভেন, করেছেন গোলও।

    নকআউট পর্বে রোনালদোর অভিজ্ঞতা জুভেন্টাসের অনেক কাজে দেবে বলেই বিশ্বাস আলেগ্রির, ‘যখনই গুরুত্বপূর্ণ ম্যাচ আসে, রোনালদো পুরোপুরি বদলে যায়। এটা তাঁর মুখের দিকে তাকালেই বুঝা যায়। আগের সপ্তাহের চেয়ে এখন সে আরও সুস্থ। অ্যাটলেটিকোর বিপক্ষে সে তিন গোল করেছে, আয়াক্সের সাথেও গোল পেয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, সে আমাদের দলে আছে! সে আমাদের প্রতিপক্ষের দলে থাকলে হয়ত তাঁর গোলেই আমরা বাদ পড়তে পারতাম!’

     

     

    ২-০ গোলে পিছিয়ে থেকেও অ্যাটলেটিকোর বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে কোয়ার্টারে উঠেছিল জুভেন্টাস। আয়াক্সের বিপক্ষে প্রথম লেগ ১-১ এ ড্র হয়েছিল। আলেগ্রি বলছেন, দ্বিতীয় লেগটাই বেশি গুরুত্বপূর্ণ, ‘প্রথম লেগের ফলাফল আসলে গুরুত্বহীন। অআমস্টারডামে আমরা যেভাবে খেলেছি, এবার সেটা বদলাতে হবে। আরও বেশি আক্রমণাত্মক হতে হবে। তবে প্রতিপক্ষকে তাদের যোগ্য সম্মানটাই দেবো। ঘরের মাঠে অ্যাটলেটিকোর বিপক্ষে যেভাবে খেলেছে দল, সেটা করলেই আমরা পরের রাউন্ডে যাব।’